৩ বছর
৩ বছরের সন্তানকে ‘কুপিয়ে হত্যা’, মা আটক
নরসিংদীর রায়পুরায় আনাস মিয়া নামে ৩ বছর বয়সী একটি শিশুকে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। ঘটনার পরই পালিয়ে যান অভিযুক্ত নারী।
শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে ঘটনাটি ঘটে। পরে রবিবার (২ মার্চ) সকাল ৯টার দিকে শিশুটির মা শিরিনা বেগমকে হাসনাবাদ গ্রামের রেললাইনের পাশ থেকে আটক করে এলাকাবাসী।
আনাস মিয়া ওই এলাকার ডালিম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, পাঁচ বছর আগে শিরিনের সঙ্গে বিয়ে হয় ডালিমের। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ডালিম। তার পর থেকে সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন শিরিনা বেগম।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, শনিবার দিবাগত রাতে শিরিনের শয়নকক্ষ থেকে চিৎকার-চেঁচামেচি শুনতে পান আনাছের দাদি। সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে এসে নাতির রক্তাক্ত লাশ দেখতে পান। এর পরপরই পালিয়ে যান শিরিন।
পরে আজ (রবিবার) সকালে হাসনাবাদ গ্রামের রেললাইনের পাশ থেকে তাকে আটক করে এলাকাবাসী। এ সময় তার কাছে ছেলেকে হত্যার কারণ জানতে চাইলে তিনি কিছুই বলেননি। পরে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: চাঞ্চল্যকর লক্ষণ পাল হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
শিরিনের শ্বশুর ও আনাসের দাদা রহম আলী বলেন, ‘আমার ছেলের বউয়ের মাথায় কিছু সমস্যা রয়েছে। আনাসের জন্মের পর থেকেই তার মা তাকে মারধর করত। সে কারণে তার মায়ের কাছে বেশি দিতাম না।’
‘গতরাতে আমার নাতিকে আদর করে ঘুম পাড়িয়ে নামাজে যাই। পাশে বসা ছিল তার মা। পরে জানতে পারি আমার নাতিকে কুপিয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। রাতে আর তার খোঁজে পাওয়া যায়নি। সকালে এলাকাবাসী তাকে আটক করে খবর দিলে আমরা ছুটে যাই।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’
৪৬ দিন আগে
৩ বছরেই সফল ইউনিকর্ন স্টার্টআপ নগদ: প্রতিমন্ত্রী পলক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যাত্রা শুরুর মাত্র তিন বছরের মধ্যেই দেশের সফলতম স্টার্টআপ ইউনিকর্নপ্রতিষ্ঠান হিসেবে নগদ নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
তিনি বলেন, ডাক বিভাগের নীতিগত সমর্থন নিয়ে গত চার বছরে তারা সরকারকে সাড়ে ১৪ কোটি টাকা রেভিনিউ শেয়ার করেছে।
আরও পড়ুন: মে দিবস উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
সোমবার (২১ মে) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)- এর নবনির্বাচিত পরিচালক বোর্ডের অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, নগদ আমাদের ডাক বিভাগের একটি অংশীদার। ডাক বিভাগের ইনফাস্ট্রাকচার, ওয়ার্ক ফোর্স, পলিসি সাপোর্ট নিয়ে তারা নিজেরা যেমন মাত্র তিন বছরের মধ্যে একটা সফল স্টার্টআপ ইউনিকর্নে (ব্যক্তিগত শত কোটি ডলারের ব্যবসা উদ্যোগে) পরিণত হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নিয়ে উৎসাহিত করার কারণে ডাক বিভাগের সঙ্গে নগদের অংশীদারিত্বের ভিত্তিতে গ্রাহকদের যেমন সুলভ মূল্যে সেবা দেওয়া গেছে, ক্যাশলেস সমাজ ও ক্যাশলেস অর্থনীতি গড়ার দিকে এগিয়ে গেছে। অপরদিকে ডাক বিভাগেরও আয় হচ্ছে।
তিনি বলেন, শেষ বছরেও নগদ অংশীদারিত্বের চুক্তি অনুসারে ডাক বিভাগকে সাড়ে পাঁচ কোটি টাকার উপরে আয় করে।
ডাক বিভাগের সঙ্গে নগদের চুক্তি অনুসারে, আয়ের ৫১ শতাংশ পায় ডাক বিভাগ। সে অনুসারে ২০২০ সালে নগদ ডাক বিভাগকে দিয়েছিল এক কোটি ১২ লাখ টাকা। নগদের সেবার যতো প্রসার হচ্ছে, সেবার কলেবর এবং গ্রাহক যত বাড়ছে ততোই আয় যোগ হচ্ছে ডাক বিভাগের ঘরেও।
৩৩২ দিন আগে
গাজীপুরে বাসচাপায় ৩ বছরের শিশুর মৃত্যু
গাজীপুরে তাকওয়া পরিবহনের বাস চাপায় জিসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মহানগরের পোড়াবাড়ি ফসির মাজারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা।
আরও পড়ুন: ফরিদপুরে বাসচাপায় প্রাণ গেল ২ ভাইয়ের
নিহত জিসান সুনামগঞ্জের মইনপুর গ্রামের আতিকুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পরিবারের সঙ্গে জিসান তার নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় তাকওয়া পরিবহনের একটি বাস জিসানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিএমপি’র সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিরুজ্জামান জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কক্সবাজারের চকরিয়ায় বাসচাপায় ২ পথচারী নিহত
মিরপুরে বাসচাপায় নিহত ২
৫৮১ দিন আগে
ভারতে ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ১৬ বাংলাদেশি
ভারতে ৩ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ১৬ বাংলাদেশি। রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা যুবকরা হচ্ছেন- বুলবুল আহমেদ, মহসিন শেখ, আবুল হোসেন, মাসুম বিল্লাহ, রেজাউল খান, শাহজালাল, হাসান হালদার, নাজমুল ইসলাম, মাসুদ তালুকদার, জুলহাস শেখ, রাশেদ মোড়ল, রাশেদুল ইসলাম, সাইদুজ্জামান, আবু মুসা, মিজানুর রহমান ও মাহবুল শিকদার। তাদের বাড়ি সাতক্ষীরা, খুলনা ও মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়।
আরও পড়ুন: সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ কামরুজ্জামান জানান, ভালো কাজের সন্ধানে চোরাই পথে দালালদের মাধ্যমে সাড়ে ৩ বছর আগে ভারতের তামিলনাড়ু গিয়েছিলেন ওই বাংলাদেশিরা। সেখানে বিভিন্ন দোকান ও হোটেলে কাজ করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে আদালত তাদের ৩ বছরের সাজা দিয়ে জেলে পাঠায়।
সাজার মেয়াদ শেষে ২ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্থক্ষেপে রবিবার সন্ধ্যায় তাদের দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের নিজ বাড়িতে পৌছে দেওয়ার জন্য থানা থেকে তাদের গ্রহণ করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া বলেন, ফেরত আসা যুবকরা গত সাড়ে তিন বছর আগে চোরাই পথে দালালদের মাধ্যমে ভারতের তামিলনাড়ু রাজ্যে যায়। সেখানে পুলিশ তাদের আটক করে আদালতের সোপর্দ করলে, তাদের ৩ বছর সাজা হয়। রবিবার তাদের বিশেষ ট্রাভেল পারমিট এর মাধ্যেমে বাংলাদেশে ফেরত আনা হয়।
আরও পড়ুন: ভারতে অনুপ্রবেশের দায়ে সাজাভোগের পর দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
সুদান থেকে দেশে ফিরলেন আরও ২৬২ বাংলাদেশি
৫৮৫ দিন আগে