মেয়র জায়েদা খাতুন
গাজীপুর সিটির প্রথম নারী মেয়র জায়েদা খাতুনের দায়িত্ব গ্রহণ
গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত প্রথম নারী মেয়র হিসেবে জায়েদা খাতুন দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) শহরের বঙ্গতাজ মিলনায়তনে অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিল হয়।
এ অনুষ্ঠানে মেয়র জায়েদা খাতুন ছাড়াও তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী, ওয়ার্ড কাউন্সিলর ও মুক্তিযোদ্ধাসহ নানান শ্রেণির বিপুলসংখ্যক লোক এতে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অন্য কোনো দেশের নির্বাচনের ফলাফল নিয়ে সুনিদিষ্ট কিছু বলব না: গাজীপুর সিটি নির্বাচন বিষয়ে বেদান্ত প্যাটেল
জায়েদা খাতুন নগর ভবনে গেলে সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নগর ভবনের দায়িত্ব নেওয়ার পরে ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরে জাহাঙ্গীর আলমকে মেয়রের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৮ হাজার ৯৩৪।
আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: ইসি রাশেদা সুলতানা
১ বছর আগে