দুই বাস
রাজশাহীতে হরতালের প্রথম দিনে পুড়ল দুই বাস
বিএনপি,জামায়াত ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে রবিবার(১৯ নভেম্বর) রাজশাহীর পুঠিয়া ও গোদাগাড়ী উপজেলায় দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, রবিবার রাতে নাটোর থেকে একটি বেসরকারি কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি বাস বাগমারা উপজেলার তাহেরপুরের দিকে যায়। রাত সাড়ে ৯টার দিকে ফেরার পথে ধোপাপাড়া এলাকায় চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোদাগাড়ী উপজেলায় শিমু নূর তাজ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: চট্টগ্রামে ৪ বিএনপি কর্মী আটক
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট পরিহিত দুই মোটরসাইকেলে চারজন চাঁপাইনবাবগঞ্জগামী চলন্ত বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলেও জানান ওসি।
চালক বাসথামানোর পর যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: দ্বিতীয় দিনের হরতাল চলছে, ঢাকার রাস্তায় যান চলাচল স্বাভাবিক
১ বছর আগে
চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ১৫
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় সৌদিয়া পরিবহন ও পূরবী পরিবহনের বাস দুর্ঘটনার শিকার হয়।
আরও পড়ুন: নরসিংদীতে নৌকা ঘাটের ইজারা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস দুটি দোহাজারী হাইওয়ের থানার হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক মুহাম্মদ তৌফিক সেকান্দর জানান, বাস দুর্ঘটনায় আহত ১৫ জন নারী পুরুষকে এখানে আনা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
হিলিতে মোটরসাইকেল ও ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রী নিহত
১ বছর আগে