কাস্টমসে
কাস্টমসের ২৭০ কর্মকর্তাকে বদলি করেছে এনবিআর
শুল্ক বিভাগের ২৭০ কর্মকর্তাকে বদলি করে বড় ধরনের রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে সারাদেশের বিভিন্ন দপ্তরে একযোগে বদলি করেছে। এছাড়া দুই যুগ্ম কমিশনারকেও বদলি করা হয়েছে।
রবিবার ও সোমবার এনবিআরের দ্বিতীয় সচিব মাসুদ রানার সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
আরও পড়ুন: রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর-বেসরকারি খাতের অংশীদারিত্ব জরুরি: ডিসিসিআই সভাপতি
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন মঙ্গলবার ইউএনবিকে বলেন, রাজস্ব খাতে গতিশীলতা আনতে এনবিআর এই উদ্যোগ নিয়েছে।
বদলির আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১৪ থেকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
বদলি হওয়া দুই যুগ্ম কমিশনার হলেন আবদুর রশিদ মিয়া ও মাহবুব হাসান। আবদুর রশিদ মিয়াকে বেনাপোল থেকে ঢাকায় এবং মাহবুব হাসানকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, যশোর ও বেনাপোলের বিভিন্ন কাস্টমস অফিসে ২৬৮ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: টিআইএনধারীদের জন্য ন্যূনতম ২০০০ টাকা করের পক্ষে এনবিআর চেয়ারম্যান
১ বছর আগে