ভিএসএফ গ্লোবাল
ভিএসএফ গ্লোবালের সঙ্গে সুইডেনের ভিসা সেবা চুক্তি নবায়ন
ভিএসএফ গ্লোবালের সঙ্গে ভিসা সেবা চুক্তি নবায়ন করেছে সুইডেন।
বাংলাদেশের ঢাকাস্থ ভিএফএস গ্লোবাল ভিসা আবেদন কেন্দ্রে প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুইডেনের ভিসার আবেদন পত্র জমা নেওয়া হবে।
সুইডেনের বিচার মন্ত্রণালয় বিশ্বের ৩৭টি দেশ থেকে সুইডেনের ভিসা আবেদন প্রক্রিয়াকরণ সেবা দেয়ার জন্য আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে ভিএসএফ গ্লোবালকে নির্বাচিত করেছে। নতুন এই চুক্তির আওতায় ভিএফএস গ্লোবাল সুইডেন সরকারের পক্ষে বিশ্বব্যাপী আটটি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করবে। সেগুলো হলো — দক্ষিণ এশিয়া, আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, চীন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, আফ্রিকা, ইউরোপ এবং রাশিয়া।
ভিএফএস গ্লোবাল ২০১৪ সাল থেকে সুইডেন সরকারের সঙ্গে কাজ করছে এবং নতুন চুক্তির অধীনে নিম্নলিখিত ৩৭টি দেশে বায়োমেট্রিক সেবাসহ স্বল্পমেয়াদী শেনজেন ‘সি’ ভিসা সেবা দেবে।
আরও পড়ুন: বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই যেতে পারবেন যেসব দেশে
দেশগুলো হলো— বাংলাদেশ, বলিভিয়া, কম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, কেনিয়া, কসোভো, লেবানন, মঙ্গোলিয়া, মরক্কো, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, প্যালেস্টাইন, ফিলিপাইন, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, জাম্বিয়া এবং জিম্বাবুয়ে।
ভিএফএস গ্লোবাল ২০১৯ সাল থেকে এ পর্যন্ত সুইডেন সরকারের পক্ষে প্রায় পাঁচ লাখ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে।
সুইডেনের বিচার মন্ত্রণালয় এবং সুইডিশ মাইগ্রেশন এজেন্সি জানান, ‘আমরা আশা করছি আগামী দিনগুলোতে ভিএফএস গ্লোবাল বরাবরের মতো পেশাদারিত্বের সঙ্গে আমাদেরকে ভিসা আবেদন প্রক্রিয়াকরণে সহযোগিতা করা অব্যাহত রাখবে।’
ভিএফএস গ্লোবালের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ক্রিস ডিক্স বলেছেন: ‘ভিএফএস গ্লোবাল একক সেবাদানকারী সংস্থা হিসেবে সুইডেন সরকারকে সেবাদান কার্যক্রম অব্যাহত রাখতে পেরে খুবই খুশি।’
উল্লেখ্য, ভিএফএস গ্লোবাল বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং এবং প্রযুক্তি বিষয়ক সেবাদানকারী প্রতিষ্ঠান যারা সরকার ও কূটনৈতিক মিশনের জন্য কাজ করে। এই কোম্পানি ৭০টি দেশের সরকারের বিশ্বস্ত অংশীদার হিসেবে বিশ্বের ১৪৪টি দেশে ৩ হাজার ৩০০ -এরও বেশি ভিসা আবেদন কেন্দ্রের একটি বৈশ্বিক নেটওয়ার্ক পরিচালনা করছে।
আরও পড়ুন: অবাধ নির্বাচন আয়োজনে সরকারের অঙ্গীকারের সম্পূরক মার্কিন ভিসা নীতি: প্রধানমন্ত্রীকে আজরা জেয়া
১ বছর আগে