৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ১৩ সেপ্টেম্বর বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
চলচ্চিত্রটি প্রদর্শনের সময় হলভর্তি দর্শক জাতির জনকের জীবন ও রাজনৈতিক আদর্শের গভীরতা অনুভব করেন।
এ উপলক্ষে পরিচালক শ্যাম বেনেগাল এই মর্যাদাপূর্ণ উৎসবে চলচ্চিত্রটির প্রিমিয়ার উপলক্ষে বলেন, ‘আমি নিশ্চিত শেখ মুজিবুর রহমানের জীবন এবং বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার ভূমিকা সারা বিশ্বের মানুষের অন্তরে প্রতিধ্বনিত হবে।’
একটি জাতি গঠনের এই অনুপ্রেরণামূলক গল্প বলতে পারা তার জন্য বিরল সম্মানের বিষয় বলে তিনি উল্লেখ করেন।
‘মুজিব: একটি জাতির রূপকার’ এর প্রিমিয়ারে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।
তিনি স্বাধীনতার মহান রূপকার বঙ্গবন্ধুর জীবনী নির্ভর এই চলচ্চিত্র উপভোগ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বঙ্গবন্ধুর মানুষের জন্য অদম্য ভালবাসা এবং দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের চিত্র তুলে ধরার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ও ভারতের সবাইকে তিনি ধন্যবাদ জানান।
এই চলচ্চিত্র সারা বিশ্বের মানুষের সামনে বাঙালিদের জন্য জাতিরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ত্যাগের ইতিহাস তুলে ধরবেন বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: 'সুজন মাঝি' নিজ গুণে দর্শক পাবে: নিপুণ
১ বছর আগে