পূর্তি
৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস ৫০ বছর পূর্তিতে ৫০টি গান প্রকাশের ঘোষণা দিয়েছিল। এরই ধারবাহিকতায় ১৩ সেপ্টেম্বর পঞ্চম গান প্রকাশ করেছে সোলসের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
গানের শিরোনাম ‘হাওয়াই মিঠাই’।
আরও পড়ুন: অনেকেই বলবেন নেত্রী সিনেমার গল্প 'জাওয়ান' থেকে নেওয়া: বর্ষা
গানটি লিখেছেন ওয়াজীহ্ রাজীব। সুর করেছেন পার্থ বড়ুয়া। এটি আড্ডাবাজি পর্বের দ্বিতীয় গান।
গানটি প্রসঙ্গে পার্থ বড়ুয়া গণমাধ্যমে বলেন, ‘গতবার সোলস অস্ট্রেলিয়া ট্যুরের সময় মেলবোর্নে গানটি করেছি। গানটির গীতিকার ওয়াজীহ্ রাজীব এর বাসায় যাওয়ার পর, ওর বাসায় বসেই গানটির সুর আরোপ করা হয়। এটি একটি ব্যাতিক্রমী গান হয়েছে’।
বর্তমানে সোলস ব্যান্ডদলটি অষ্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।
এ মাসের শেষের দিকে পুরো টিম দেশে ফেরার কথা রয়েছে।
প্রসঙ্গত, সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিকসা, যদি দেখো।
আরও পড়ুন: ৪৮তম টরন্টো উৎসবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত
পরিচালক সোহানুর রহমান সোহান মারা গেছেন
১ বছর আগে