সাবেক ইউপি মেম্বার
নাটোরে ধর্ষণ মামলায় সাবেক ইউপি মেম্বারের ২৬ বছরের কারাদণ্ড
নাটোরের বাগাতিপাড়ায় চাকরি দেওয়ার নামে নারীকে ধর্ষণের দায়ে সাবেক এক ইইউপি মেম্বারকে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, শিশুধর্ষণ ও হত্যার দায়ে অপর এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আরও পড়ুন: চট্টগ্রামে যুবক খুন, ৩ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।
সরকারি কৌসুলী আনিসুর রহমন জানান, বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের তৎকালিন ইউপি মেম্বার সাইফুল ইসলাম তার গ্রামের তালাকপ্রাপ্ত এক নারীকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ২০০৩ সালের ১৪ আক্টোবর ঢাকার একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে।
তিনি জানান, এলাকায় ফিরে ভুক্তভোগী মামলা করলে বিচারক সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেক ধারায় আরও ১৪ বছর কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সাজা তাকে পর্যায়ক্রমে ভোগ করতে হবে।
তিনি আরও জানান, এদিকে একই আদালত ২০০৬ সালে ২২ জুন একই উপজেলার খাটখৈর গ্রামের ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে আব্দুল কুদ্দুস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আব্দুল কুদ্দুস পলাতক রয়েছে।
তিনি জানান, জরিমানার অর্থ আদায় করে ভিকটিম ও তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
ইমরান খানের দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড স্থগিত
১ বছর আগে