অবাধ-সুষ্ঠু
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে একটি বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: ‘বন্ধু পরামর্শ দিতে পারে’: মোমেন
তিনি ৭৮তম ইউএনজিএ -এর ফাঁকে পররাষ্ট্র সচিবের সঙ্গে তার বৈঠককে ‘ফলপ্রসূ আলোচনা’ হিসাবে বর্ণনা করেছেন।
বৈঠকের পর মার্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া একটি টুইটে, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং রোহিঙ্গা ও তাদের আতিথ্যকারী সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনার জন্য আবারও বৈঠকের প্রশংসা করেছেন।’
আরও পড়ুন: বাংলাদেশ-হাঙ্গেরির মধ্যে ৩টি সমঝোতা ও চুক্তি সই
১ বছর আগে