উন্নয়ন ও গণতন্ত্র
‘উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি’: মোমেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কাউন্সেলরের সাক্ষাৎ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের কাউন্সেলর ডেরেক শোলে।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) বলেন, ‘আমরা অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন এবং মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্ব বিষয়ে আমাদের সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরের আগে ডেরেক শোলে বলেছিলেন, তারা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের 'বিশাল সম্ভাবনা' দেখছে এবং তা বাড়ানোর আরও সুযোগ রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া
এসডিজি বাস্তবায়নে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করুন: এসডিজি শীর্ষ সম্মেলনে মোমেন
১ বছর আগে