প্রবাল দ্বীপ
সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ গাইড: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
নদীমাতৃক বাংলাদেশে দীর্ঘ ভ্রমণে যাওয়ার ব্যাপারে যে কোনো বয়সের ভ্রমণপিপাসুদের মনেই প্রথম যে নামটি আসে তা হল সেন্টমার্টিন দ্বীপ। হাজারো পর্যটকের বিস্ময়ের ফেনিল সাগরের বুকে জেগে ওঠা এই একমাত্র প্রবাল দ্বীপটির অবস্থান দেশের মূল ভূখণ্ড থেকে সর্ব দক্ষিণে।
কক্সবাজারের টেকনাফ জেটি থেকে জাহাজে করে প্রায় দুই ঘন্টার অন্তহীন জলপথ পাড়ি দেবার সময় দৃষ্টি সীমানায় জাদুর মতো ভেসে উঠবে তিন বর্গকিলোমিটার আয়তনের এই ছোট্ট দ্বীপটি। দেশের ভেতরে ও বাইরের পর্যটকদের জন্য অতি আকর্ষণীয় এই সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ নিয়ে তৈরি করা হয়েছে এবারে ভ্রমণ ফিচার।
সেন্টমার্টিন নামটির পেছনের গল্প
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোস্তফা কামাল পাশার মতে, আজ থেকে প্রায় ২৫০ বছর পূর্বে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের সময় দ্বীপটি আরবের ব্যবসায়ীদের নজরে আসে। সওদাগররা সে সময় দ্বীপটির নাম দিয়েছিলেন জাজিরা; মানে উপদ্বীপ। পরে স্থানীয়রা একে ‘নারিকেল জিঞ্জিরা’ বলতে শুরু করে, যার অর্থ ‘নারকেলের দ্বীপ’।
আরও পড়ুন: নিঝুম দ্বীপ ভ্রমণ গাইড: যাওয়ার উপায় ও আনুষঙ্গিক খরচ
ব্রিটিশ শাসনামলে ১৯০০ সালে ভূমি জরিপের সময় দ্বীপটি ব্রিটিশ-ভারতের এখতিয়ারভুক্ত হয়। কামাল পাশার সহকর্মী অধ্যাপক বখতিয়ার উদ্দিন দাবি করেন যে, চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক মার্টিনের নামে নামকরণ করা হয়েছিল দ্বীপটির। কিন্তু বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইট অনুযায়ী, মার্টিন নামের লোকটি ছিলেন মূলত একজন খ্রিস্টান সাধু। আর এই সাধুর নামটাই পরবর্তীতে যুক্ত হয়ে যায় দ্বীপের নামের সঙ্গে।
৮২০ দিন আগে
জেটিঘাট মেরামত: সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ভরা পর্যটন মৌসুমেও পর্যটকবাহী জাহাজ যেতে পারছে না। সেন্টমার্টিনের জেটি এখনো পুরোপুরি মেরামত না হওয়ায় কিছুটা ঝুঁকি থাকায় আপাতত পর্যটক যাতায়ত বন্ধ রয়েছে। ১ নভেম্বর সরেজমিনে সেন্টমার্টিনের জেটি ঘাট মেরামত কার্যক্রম পরিদর্শন শেষে পরিদর্শন দল এ তথ্য জানান।
জেলা প্রশাসকের নির্দেশে গঠিত পরিদর্শনদলের প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, প্রতিনিধি দলের সকল সদস্য সেন্টমার্টিন জেটিঘাট সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সবাই গুরুত্বপূর্ণ মতামত দেন।
তিনি বলেন, সেবা দিতে গিয়ে পর্যটকদের ঝুঁকির মুখে ফেলা যাবে না। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভেঙ্গে যাওয়া সেন্টমার্টিনের জেটি পূর্ণ মেরামত না হওয়ায় কিছুটা ঝুঁকি এখনো রয়ে গেছে। তাই এখন পর্যটকবাহী কোন জাহাজ সেন্টমার্টিনে যেতে অনুমতি পাচ্ছে না। তবে জেটি মেরামত সম্পূর্ণ করে দ্রুত সময়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচলে অনুমতি দেয়া হবে।
আরও পড়ুন: বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা তিন শতাধিক পর্যটক
১২৪২ দিন আগে
কক্সবাজার শহর থেকেই সরাসরি যাওয়া যাবে সেন্টমার্টিন
শুধু টেকনাফ থেকে নয়, এবার কক্সবাজার শহর থেকেই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যাওয়া যাবে।
১৮৮৪ দিন আগে