চীন যাচ্ছেন সেনাপ্রধান
১৯তম এশিয়ান গেমস আয়োজনে যোগ দিতে চীন যাচ্ছেন সেনাপ্রধান
১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) চীনের হাংঝুতে এশিয়ান গেমসে বিভিন্ন খেলা ও ইভেন্ট পর্যবেক্ষণে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে যোগ দেবেন তিনি।
চীন সফরকালে তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গেও মতবিনিময় করবেন।
আরও পড়ুন: আমরা জাতিসংঘে এক নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ: সেনাপ্রধান
চীন সফর শেষে সেনাপ্রধান ২৫-২৭ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস’ কনক্লেভে (আইপিএসিসি) যোগ দেবেন।
বিভিন্ন দেশের সেনাপ্রধানরা বৈঠকে যোগ দেবেন এবং তাদের মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা জোরদারে কীভাবে একযোগে কাজ করা যায় তা নিয়ে আলোচনা করবেন।
সেনাপ্রধান ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: থাইল্যান্ড থেকে ফিরেছেন সেনাপ্রধান
১ বছর আগে