রাজনীতির ফয়সালা
এক সপ্তাহের ব্যবধানে ২ সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতি ও কোনো দেশের নিষেধাজ্ঞাকে আওয়ামী লীগ পরোয়া করে না। অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসা নীতি নিয়ে কোনো চিন্তা নেই।
তিনি সাম্প্রতিক যেকোনো ঘটনার চেয়ে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি তোলার ওপর গুরুত্বারোপ করেন।
কাদের বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে এক সপ্তাহের ব্যবধানে দুই সেলফিতেই রাজনীতির ফয়সালা হয়ে গেছে। দুই সেলফির পরেই বিএনপির ঘুম হারাম হয়ে গেছে।’
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফেরার পর শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করবে তারাই ভিসা নীতিতে পড়বে।’
আরও পড়ুন: শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের
কাদের বলেন, ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কি না সেটি তাদের বিষয়, কোনো পর্যবেক্ষক এলে তাদেরকে সহায়তা করা হবে। ভিয়েনা কনভেনশন আছে এবং তাদের পর্যবেক্ষক প্রেরণের নিয়ম অনুসরণ করতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচন হতে দেবে না এ সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী কি নির্বাচন হবে?
তিনি আরও বলেন, তারা যদি নির্বাচন বয়কট করতে চায়, তাহলে তাদের তা করার অধিকার আছে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তবে নির্বাচনবিরোধী কোনো ষড়যন্ত্র হলে জনগণ কঠোর হাতে তা প্রতিহত করবে।’
আরও পড়ুন: দেশের কূটনৈতিক অর্জন নিয়ে মিথ্যাচার করছে বিএনপি: কাদের
একই ঠিকাদাররা কেন কাজ পায় তা খতিয়ে দেখতে বলেছে কাদেরের মন্ত্রণালয়কে
১ বছর আগে