সিএমএসএমই ঋণ
সিএমএসএমই ঋণে ১% তদারকি চার্জ অবিলম্বে প্রত্যাহার চায় দোকান মালিক সমিতি
দোকান মালিকদের সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিএমএসএমই ঋণে ধার্যকৃত ১ শতাংশ তদারকি (সুপারভিশন) চার্জ প্রত্যাহারের দাবি জানিয়েছে।
রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মগবাজারে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সমিতির নেতারা লিখিত নোটে বলেন, বাংলাদেশ ব্যাংক সুদ ৯ শতাংশ থেকে বাড়িয়ে ১০ দশমিক ১০ শতাংশ করেছে এবং সুদের হার আরও বাড়ানো হবে।
দোকন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেছেন, ‘দোকান মালিকরা তাদের ব্যবসা পরিচালনা করছেন খুব সামান্য লাভ নিয়ে। এরমধ্যে ভ্যাট, ট্যাক্স ও ইউটিলিটি চার্জ বৃদ্ধি এবং বিক্রি কমার কারণে তারা মাঝে মাঝে লোকসান গুনছেন। সুদের হার ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের ১ শতাংশ তদারকি চার্জ অযৌক্তিক এবং অবিলম্বে প্রত্যাহার করা উচিত।’
তিনি বলেন, তদারকি চার্জ প্রত্যাহার করা না হলে এবং ইতোমধ্যে নেওয়া টাকা ১৫ অক্টোবরের মধ্যে ফেরত না দিলে এর বিরুদ্ধে সারাদেশে আন্দোলন করবে দোকানদাররা।
হেলাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে গত ২৭ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়ে সার্কুলার প্রত্যাহার করে সব ব্যবসায়ীর অ্যাকাউন্টে কাটা টাকা ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।
তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়ে সমিতি অবগত নয়। বিক্রয়ের দীর্ঘস্থায়ী মন্দার সময় এই ধরনের সিদ্ধান্ত সিএমএসএমই সেক্টরের উদ্যোক্তাদের জন্য একটি গুরুতর হুমকি।
সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতিসহ বিভিন্ন মহলের ২৩টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১ বছর আগে