মাসুদুর রহমান
মিশুক মুনীর স্মারক পুরস্কার পেলেন সাংবাদিক শাকিল হাসান ও নির্মাতা মাসুদুর রহমান
‘মিশুক মুনীর স্মৃতি পুরস্কার’ যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক শাকিল হাসান ও চলচ্চিত্র নির্মাতা মাসুদুর রহমান।
প্রয়াত এই সাংবাদিক ও শিক্ষাবিদের সম্মানে দুটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অডিও-ভিজ্যুয়াল ক্যাটাগরিতে শাকিল হাসান লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবৈধ দখল নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরস্কান পান। এ ছাড়া ‘অপরিচিত’ চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছেন মাসুদুর রহমান।
আরও পড়ুন: শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন তাসকিন
রবিবার রাতে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লিলি-মুনীর স্মৃতি রক্ষা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক কর্মী নাসিরউদ্দিন ইউসুফ ও চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম।
ট্রাস্টের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী ত্রপা মজুমদার। বিজয়ীদের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন।
অনুষ্ঠানে মিশুক মুনীরের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে নাসিরউদ্দিন ইউসুফ বলেন, মিশুক মুনীর ছিলেন একজন বিপ্লবী সম্প্রচার সাংবাদিক, যিনি একুশে টেলিভিশনের মাধ্যমে শক্তিশালী প্রভাব বিস্তার করেছিলেন, যা দেশের সম্প্রচার সাংবাদিকতার দৃশ্যপট পাল্টে দিয়েছিল।
একই সঙ্গে তিনি তার ক্লাসের ভেতরে ও বাইরে উভয়ক্ষেত্রেই একজন প্রশংসনীয় শিক্ষাবিদ ছিলেন।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক শাকিল হাসান বলেন, আমি আমার প্রতিবেদনের মাধ্যমে কোথায় কী ঘটেছে তা দেখানোর চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, আমি সেই পরিমণ্ডলে গভীর থেকে গভীরে প্রবেশ করে এবং আমার ব্যক্তিগত সততাকে কাজে লাগিয়ে এটি করেছি। মহান সম্প্রচার সাংবাদিক মিশুক মুনীরের নামে এই সম্মাননা পেয়ে আমি সত্যিই আনন্দিত।
শিক্ষাবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, পরিচালক ও চিত্রনাট্যকার শামীম আখতার, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জাকির হোসেন রাজু ও ড. গীতিআরা নাসরিনের সমন্বয়ে গঠিত পাঁচ সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছিল।
আরও পড়ুন: সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: মোমেন
১ বছর আগে