সৌরশক্তির প্রসার
আন্তর্জাতিক সৌর জোটকে কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান নসরুলের
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সদস্য দেশগুলোকে সৌরশক্তির প্রসারে সহায়তা করতে আন্তর্জাতিক সৌর জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সকে (আইএসএ) একটি কার্যকর কর্মসূচি নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সোমবার আইএসএ'র স্ট্যান্ডিং কমিটির ভার্চুয়াল সভায় অংশ নিয়ে তিনি বলেন, ‘সৌর বিদ্যুৎ সম্প্রসারণকে সমর্থন করার জন্য আইএসএ উদ্ভাবনী প্রযুক্তির কেন্দ্র হতে হবে।’
ভারতের বিদ্যুৎ ও নতুন এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক মন্ত্রী আর কে সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান আইএসএ’র মহাপরিচালক ড. অজয় মাথুর ও সদস্য রাষ্ট্রের সমূহের সংশ্লিষ্ট মন্ত্রী ও উপযুক্ত প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিরাপত্তা নিশ্চিত করতে এলপিজি ব্যবহারের জন্য সময়োপযোগী নীতি প্রয়োজন: নসরুল
নসরুল হামিদ বলেন, আইএসএ সদস্য দেশগুলোর সমন্বিত প্রচেষ্টা থাকলে সৌর প্রকল্পের কার্যকর উন্নয়ন সম্ভব হবে।
তিনি বলেন, সরকার সৌরবিদ্যুৎ খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
তিনি উল্লেখ করেন, বর্তমানে সৌরবিদ্যুতের ক্ষমতা প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট। যার মধ্যে সোলার পার্ক থেকে ৪৬১ মেগাওয়াট এবং সোলার রুফটপ থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট পাওয়া যাচ্ছে।
বর্তমানে, বেশ কয়েকটি সোলার পার্ক নির্মাণাধীন রয়েছে এবং ভবিষ্যতে বাস্তবায়নের জন্য প্রায় ৯ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: জ্বালানি খাতের জন্য আগামী ২ বছর ঝুঁকিপূর্ণ: নসরুল হামিদ
শান্তি-উন্নয়নের পক্ষে আবারও নৌকায় ভোট দিন: নসরুল হামিদ
১ বছর আগে