বিশ্বকাপ ক্রিকেট
বিশ্বকাপ ২০২৩: ভারতের উদ্দেশে রওনা দিল বাংলাদেশ দল
বিশ্বকাপ ক্রিকেট খেলতে বুধবার বিকেলে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল।
আগামী ৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট।
এবারের বিশ্বকাপে আগামী ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ সেপ্টেম্বর গুয়াহাটিতে শ্রীলঙ্কা ও ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত সফরে যাওয়ার একদিন আগে স্কোয়াড ঘোষণা করে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশে দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। পাশাপাশি তার সহকারী হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
ইনজুরির কারণে দলে জায়গা পাননি তারকা ওপেনার তামিম ইকবাল। নির্বাচক প্যানেল তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তামিমের বাদ পড়া নিয়ে কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। এ সময় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জোর দিয়ে বলেন, তামিমকে বাদ দেওয়া হয়নি বরং তিনি নিজেই দলে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থাকার সিদ্ধান্ত তামিম নিজেই নিয়েছেন: মাশরাফি
তামিমের অনুপস্থিতিতে দলে এখন টপ অর্ডারে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে হবে বাংলাদেশকে।
তবে দীর্ঘ সময় ধরে বাজে ফর্মে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন।
দলের ১৫ সদস্যের মধ্যে নবাগত তানজিম হাসান সাকিবসহ পাঁচজন পেস বোলারকে বেছে নিয়েছে বাংলাদেশ। নাসুম আহমেদের মতো একজন সত্যিকারের স্পিনারও রয়েছেন দলে।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য অনেকটাই নির্ভর করবে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও নাজমুল হোসেন শান্তর মতো সিনিয়র খেলোয়াড়দের ওপর।
২০২৩ বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহঅধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩ ভেন্যু: ভারতের যে স্টেডিয়ামগুলোতে খেলা হবে
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
১ বছর আগে