যাত্রীবাহী বাস
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটবল খেলার মাঠে ঢুকে পড়ল বাস, নিহত ১
কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলার মাঠে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসটির চাপায় গিয়াস উদ্দিন (৪৩) নামের এক অটোরিকশাচালক নিহত হন। এ দুর্ঘটনায় মাঠে থাকা আরও পাঁচজন দর্শক আহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলার সদরের ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দুর্ঘটনা ঘটে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গিয়াস উদ্দিন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।
আরও পড়ুন: রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এ সময় ইলিয়টগঞ্জ এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে দর্শকদের ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ দর্শকরা বাসটি ভাঙচুর করেন।
এতে আহতরা হলেন— দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহ জালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মণের ছেলে হৃত্তিক চন্দ্র বর্মণ (২০), কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুধ মিয়া (৫৬)।
১৫০ দিন আগে
রাস্তার পাশের মসজিদে বাসের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মসজিদে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে উপজেলার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় গ্রামের পারভেজ মিয়া (৩৫) ও তার ছেলে হাসান মিয়া (০৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান।
আরও পড়ুন: ফরিদপুরে বাসের ধাক্কায় মাহিন্দ্রার ৪ যাত্রী নিহত
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে তারাকান্দার পশ্চিম তালদিঘি ফকির বাড়ি নামকস্থান পর্যন্ত আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি মসজিদে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি টিপু সুলতান।
২০১ দিন আগে
দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০
দিনাজপুর-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও থেকে রংপুরে যাবার সময় দিনাজপুরের চিরিরবন্দরের চাম্পাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রায় ২ ঘণ্টার চেষ্টার পর রংপুর থেকে রেকার এনে বাসটি উদ্ধার করে সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরও পড়ুন: গাইবান্ধায় বাস খাদে পড়ে হেলপার নিহত
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শামীম পরিবহনের নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে ২০ যাত্রী আহত হন।
এ সময় দশমাইল হাইওয়ে থানা পুলিশ, সৈয়দপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
৩৬১ দিন আগে
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ
নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জাল নোটগুলো জব্দ করা হয়।
আটকরা হলেন- আরিফ হাওলাদার, ফেরদৌস হাওলাদার, আরিফ হোসেন, মোস্তফা খান ও রফিকুল। তাদের বাড়ি বরিশাল, ঝালকাটি ও সাতক্ষীরা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় জাল নোট তৈরির সরঞ্জাম ও টাকাসহ গ্রেপ্তার ৩
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই পাঁচ যাত্রীর ব্যাগ থেকে ৯২৪টি ১ হাজার ও ৯৫টি ২০০ টাকার জাল নোট জব্দ করা হয়।
আটকরা জাল টাকার মাধ্যমে রংপুর থেকে আলু কেনার পরিকল্পনায় সেখানে যাচ্ছিল বলে জানান পুলিশ সুপার।
৩৯৬ দিন আগে
লালমনিরহাটে বাসচাপায় দম্পতি নিহত
লালমনিরহাটে যাত্রীবাহী বাসের চাপায় বাবু মিয়া ও রোকসানা বেগম নামের মোটরসাইকেল আরোহী এক দম্পতি নিহত হয়েছেন।
রবিবার (১৬ জুন) রাত ১১টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া এলাকার আজগার আলীর ছেলে বাবু মিয়া ও তার স্ত্রী রোকসানা বেগম। তাদের দুইটি শিশুসন্তান রয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বাবু তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে ফকিরের তকেয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এত ঘটনাস্থলেই তারা নিহত হন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ঝালকাঠিতে অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
৫৫৫ দিন আগে
নাটোরে বাস থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২
নাটোরে যাত্রীবাহী বাস থেকে ১৮ কেজি গাঁজা জব্দ ও ২ জনকে গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় আরপি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গাঁজা জব্দ ও তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩
গ্রেপ্তার ২ জন হলেন- সিলেটের দক্ষিণ সুরমা এলাকার রুহেল আহম্মেদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট এলাকার গোলাম রাব্বানী।
জেলা মাদক অধিদপ্তরের পরিদর্শক মাহাবুর রহমান বলেন, তাদের ২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে ১১৫ বোতল ফেনসিডিলসহ ৪০০ গ্রাম গাঁজা জব্দ, গ্রেপ্তার ৫
পত্নীতলায় ৪২ কেজি গাঁজা জব্দ, আটক ২
৬১৩ দিন আগে
নওগাঁর বদলগাছীতে বাসের ধাক্কায় গ্রাম পুলিশ নিহত
নওগাঁর বদলগাছীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কৃষ্ণ রবিদাস নামে এক গ্রাম পুলিশের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর দিকে উপজেলা সদরে বদলগাছী সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুনামগঞ্জে ঘোড়ার লাথিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আহত ১০
কৃষ্ণ রবিদাস নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের মৃত রমনী রবিদাসের ছেলে ও বক্তারপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ।
দুর্ঘটনা পরপরই বাস নিয়ে চালক পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, কৃষ্ণ রবিদাস বোনের বাড়িতে যাওয়ার সময় একটি বাস তার অটোরিকশাটিকে ধাক্কা দিলে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধ্বসে শ্রমিক নিহত
নড়াইলে নসিমন-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
৬৩১ দিন আগে
বরিশালে বাসচাপায় ভিক্ষুক নিহত
বরিশালে যাত্রীবাহী বাসচাপায় ৭০ বছর বয়সী এক ভিক্ষুক নিহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌনে ২টার দিকে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভিক্ষুক উপজেলার চন্দ্রহার এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: পাবনায় পূর্ব বিরোধের জেরে প্রতিবেশীর ছুরিকাঘাতে যুবক নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওই ভিক্ষুক রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, বাসচালককে আটক করা যায়নি। চালককে আটক করতে অভিযান চলছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: লালমনিরহাটে আলুর ট্রলি উল্টে চালক নিহত
রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরুর পর ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে: জেলেনস্কি
৬৬৭ দিন আগে
পাকিস্তানের উত্তরাঞ্চলে যাত্রীবাহী বাসে গুলি, নিহত ৯
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি বাসে জঙ্গিদের গুলিতে দুই সেনাসহ ৯ জন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।
পুলিশ কর্মকর্তা আজমত শাহ জানান, শনিবার রাতে উত্তর গিলগিট বালতিস্তান অঞ্চলের কারাকোরাম হাইওয়েতে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: আন্দামান সাগরে দুর্ঘটনাকবলিত রোহিঙ্গাদের উদ্ধারে আঞ্চলিক উদ্যোগের আহ্বান ইউএনএইচসিআরের
তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে চীনের সংযোগ স্থাপনকারী মহাসড়ক এটি। এ ছাড়া এই মহাসড়কটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের মধ্য দিয়ে চলে গেছে। আগে পাকিস্তানি তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর উপস্থিতির কারণে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু ছিল এই এলাকা।
বাসটি যাত্রীদের নিয়ে গিলগিট থেকে রাওয়ালপিন্ডি শহরে যাচ্ছিল। এ সময় গুলি করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয় এবং আগুন লাগে। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় আলেম মুফতি শের জামানসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গিলগিট বালতিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শামস লোন এই ঘটনাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বলে অভিহিত করেছেন।
পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে গিলগিট বালতিস্তানের শান্তি বিঘ্নিত করতে দেওয়া হবে না।’
গিলগিট বালতিস্তানের মুখ্যমন্ত্রী গুলবার খান জানিয়েছেন, হামলার ঘটনা খতিয়ে দেখতে এবং এর পেছনে যারা রয়েছে তাদের ধরতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। এদিকে রবিবার এক বিবৃতিতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত পাকিস্তানি তালেবানের মুখপাত্র মুহাম্মদ খোরাসানি এই হামলার পেছনে তার দল জড়িত নয় বলে জানিয়েছেন।
টিটিপি একটি পৃথক গোষ্ঠী, তবে আফগান তালেবানের মিত্র। তারা গত ১৫ বছর ধরে পাকিস্তানে বিদ্রোহ চালিয়েছে।
আরও পড়ুন: ইমরান খানের পরিবর্তে পিটিআইয়ের নতুন প্রধান নির্বাচিত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ফের নিহত ২
৭৫২ দিন আগে
কক্সবাজারে যাত্রীবাহী বাস থেকে সাড়ে ৩ কেজি কোকেন জব্দ
কক্সবাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আরও পড়ুন: খুলনায় কোকেনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড, ৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা
শনিবার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে কোকেন জব্দ করা হয়।
কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া থেকে যাত্রীবাহী বাসে করে কোকেনের একটি চালান কক্সবাজারে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা ১০ মিনিটের দিকে সদর উপজেলার বাংলাবাজার এলাকায় কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৪৮৫ গ্রাম কোকেন জব্দ করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেন জব্দ, ভারতীয় নারী আটক
চট্টগ্রাম বন্দরে কোকেন জব্দ: মামলার চার্জ গঠন ১০ নভেম্বর
৭৬০ দিন আগে