শোবিজ তারকা
৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
কিছুদিন পরই ভারতে বসবে ‘ক্রিকেট বিশ্বকাপ’। সেই উন্মাদনায় পুরো বিশ্বের মতো মাতবে বাংলাদেশের দর্শক। আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশ ক্রিকেট দলকে আরও উৎসাহী করতে এক হয়েছেন দেশের শোবিজ তারকারা। ব্যাট ও বল হাতে মাঠে নেমেছেন তারা।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয়েছে শোবিক তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল থেকে চলছে এ খেলা। তবে এর আগে বেশ কয়েকদিন প্রতিটি দল মাঠে নামার আগে অনুশীলন করেছেন নিয়মিত।
ক্রিকেট নিয়ে এই আয়োজনে রয়েছে মোট ৮ দল। অধিনায়কসহ প্রতি দলের সদস্য ১৬ জন। আর তাদের মধ্যে মাঠে নামবেন ৮ জন। যেখানে দু’জন নারী তারকাকে রাখা হয়েছে।
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
আজ চলছে গ্রুপ পর্বের খেলা। ৩০ সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে আসরটির সমাপ্তি ঘটবে।
‘উই ওয়ান্ট দ্য ওয়ার্ল্ড কাপ’ স্লোগানে শুরু হওয়া এই আয়োজনের ৮ দলের অধিনায়ক হিসেবে থাকছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
এছাড়া প্রতিটি দলকে গাইড করতে রয়েছেন জাতীয় দলের কয়েকজন সাবেক ক্রিকেটার। তারা হলেন- মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, আফতাব আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
দলগুলোর হয়ে মাঠে নামবেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো, তমা মির্জা, অপু বিশ্বাস, সিয়াম আহমেদ, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, ইরফান সাজ্জাদ, সামিয়া অথৈ, পিন্টু ঘোষ, জাকিয়া বারী মম, মন্দিরা চক্রবর্তী।
আরও আছেন- তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, নাসির উদ্দিন খান, আরফিন রুমি, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, পরীমণি, ববি হক, সাইমন সাদিক, প্রার্থনা ফারদিন দীঘি, টয়া, জিয়াউল রোশান, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ।
আরও পড়ুন: ‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
১ বছর আগে