সেলিব্রিটি
সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে আয়োজন করা হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। যেখানে দেশের শোবিজ অঙ্গনের তারকারা অংশ নেন।
আয়োজন ঠিকভাবে চলে আসলেও শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটে।
আরও পড়ুন: অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
অভিযোগ উঠেছে- মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়েছে।
দল দু’টির অধিনায়ক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপন। প্রথম দিকে শুধু হাতাহাতিতে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।
চিত্রনায়িকা রাজ রিপা গণমাধ্যমে জানান, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ অপর পক্ষের খেলোয়ারদের গায়ে হাত তোলেন।
দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে এসেছেন।
গতকাল এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ৬ ওভারে তাদের সংগ্রহ ১১৯ রান।
পরে দীপঙ্কর দীপনের দল ব্যাট করতে নামে। তবে শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় তারা। তারা নির্ধারিত ৬ ওভারে সংগ্রহ করেন ১১২ রান।
আরও পড়ুন: ৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
১ বছর আগে