ক্রিকেট লিগ
সেলিব্রেটি ক্রিকেট লিগ: তবুও ‘শো মাস্ট গো অন’
গতমাসে ঘোষণা এলো এবারের বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিয়ে আয়োজিত হচ্ছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। শোবিজ তারকাদের অংশগ্রহণে এই আয়োজন নিয়ে আলোচনার কোনো কমতি ছিল না।
লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে ব্যাট-বল হাতে মাঠে ক্রিকেট খেলতে দেখা যাবে; এটিই যেন দর্শক আগ্রহের অন্যতম কারণ।
আরও পড়ুন: লেডি সিংহাম হয়ে সামনে এলেন দীপিকা
আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মেহজাবিন, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সঙ্গীতশিল্পী শহীদসহ আরও অনেক তারকা মুখকে দেখা গিয়েছিল সেলিব্রেটি ক্রিকেট লিগে।
তবে এসব বড় তারকাদের যে সংখ্যা, তাতে ১৬ জন করে ৮টি দল হওয়াটা হয়তো মুশকিল ছিল।
বলছি কারণ, তারকাদের নিয়ে এই আয়োজনে এমন অনেককে খেলতে দেখা গেছে, যাদের পরিচয়ের সঙ্গে তারকাখ্যাতি নেই।
এমনটা যে খেলা চলাকালীন কেউ অভিযোগ এনেছে এমনটা নয়।
২৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজের দুই দলের মধ্যে শুরু হয় গণ্ডগোল।
আর সেই ঘটনার পরই অনেক তারকা গণমাধ্যমে জানিয়েছিলেন, এই আয়োজনে বহিরাগতদের অনেকেই ছিলেন।
এত আলোচনার পরে ধারণা করা হয়েছিল, আর বসবে না এই আসর। কিন্তু খেলা তো নিয়মের মোড়কে বাঁধা। অনাকাঙ্খীত সেই ঘটনার পর একটি সংবাদ সম্মেলন করে সকল অপ্রীতিকর ঘটনার মীমাংসা করা হয়।
অবশেষে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৭ অক্টোবর)।
আয়োজক কমিটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩ শুরু হবে আগামীকাল (১৭ অক্টোবর)। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা। আগামীকাল রাতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
১ বছর আগে
সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা
আসন্ন ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে আয়োজন করা হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। যেখানে দেশের শোবিজ অঙ্গনের তারকারা অংশ নেন।
আয়োজন ঠিকভাবে চলে আসলেও শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটে।
আরও পড়ুন: অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
অভিযোগ উঠেছে- মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়েছে।
দল দু’টির অধিনায়ক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপন। প্রথম দিকে শুধু হাতাহাতিতে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়।
চিত্রনায়িকা রাজ রিপা গণমাধ্যমে জানান, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ অপর পক্ষের খেলোয়ারদের গায়ে হাত তোলেন।
দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে এসেছেন।
গতকাল এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ৬ ওভারে তাদের সংগ্রহ ১১৯ রান।
পরে দীপঙ্কর দীপনের দল ব্যাট করতে নামে। তবে শেষ পর্যন্ত ৭ রানে হেরে যায় তারা। তারা নির্ধারিত ৬ ওভারে সংগ্রহ করেন ১১২ রান।
আরও পড়ুন: ৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
‘সরি, একজন খেলোয়ার তামিম ইকবাল’
১ বছর আগে