শিমুল
বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে: শিমুল
সেলিব্রেটি ক্রিকেট লিগে অপ্রীতিকর ঘটনা নিয়ে লজ্জা প্রকাশ করেছেন অনেক তারকা। দেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে এই আয়োজনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার ম্যাচে মারামারির ঘটনা ঘটে।
এমনকি কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
এখানে তারকাদের চেয়ে বাইরের খেলোয়ার বেশি রয়েছে বলে অভিযোগ করেন অভিনেতা মনির খান শিমুল।
গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম এই সেলিব্রেটি ক্রিকেট লিগ আর সেলিব্রেটিদের নাই। এত তারকা আসলে কোথায়। ৩-৪টা দল হলে হয়তো হতো। বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে।’
শিমুল আরও বলেন, ‘আমি এই পরিস্থিতির কারণে আইনের ব্যবস্থা নেব। এখানে হত্যাচেষ্টা হয়েছে।’
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়।
দল দুটির অধিনায়ক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপন।
দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে আসে।
আরও পড়ুন: সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা
৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
১ বছর আগে