এনএসআই
চট্টগ্রামে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মমতাজ বেগম ও মুজিবুর রহমান নামে এক দম্পতিকে আটক করেছে র্যাব।
এ সময় তাদের কাছ থেকে ৯৬০ ইয়াবা জব্দ করা হয়।
আরও পড়ুন: ফেনীতে ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ২ নারী
বৃহস্পতিবার (২৩ মে) রাতে সীতাকুণ্ডের প্রেমতলা কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার (২৪) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, ইয়াবাসহ গোয়েন্দার সংস্থার পরিচয় দিয়ে প্রতারণা করায় এক দম্পতিকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
র্যাব আরও জানায়, এসএসসি পাসের পর থেকে চাকরির জন্য চেষ্টা করে আসছিল মনজুর আলম। ২০২১ সালে ভাগনির বিয়েতে মমতাজ বেগমের সঙ্গে তার পরিচয় হয়। এসময় ভুক্তভোগী জানতে পারেন মমতাজ বেগম এনএসআই চট্টগ্রামের উপপরিচালক। মমতাজ ভুক্তভোগী মনজুরকে এনএসআইয়ে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে ৩৪ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম বলেন, বৃহস্পতিবার সীতাকুণ্ডের প্রেমতলা কলেজ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: দিনাজপুরে র্যাবের অভিযানে ‘এ্যাম্পল’ জব্দ, আটক ২
সাতক্ষীরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০ বাড়ি ভাঙচুর, আটক ১৩
৬ মাস আগে
এনএসআইয়ের সাবেক কর্মকর্তা বখতিয়ার আহমেদের ৩০ বছরের আইনি লড়াই শেষ
বিএনপি সরকারের সময় চাকরি হারানো এনএসআইয়ের সাবেক কর্মকর্তা বখতিয়ার আহমেদ খানের বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পরিশোধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
এ সংক্রান্ত এক রিভিউ আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে বখতিয়ার আহমেদ খানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আখতার ইমাম ও ব্যারিস্টার রাশনা ইমাম।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। দীর্ঘ ৩০ বছরের আইনি লড়াই শেষে আত্মসম্মান ও মর্যাদা ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন বখতিয়ার আহমদ।
তার আইনজীবী রাশনা ইমাম জানান, প্রাপ্য অধিকার ফিরে পেতে এতটা সময় অপেক্ষা করা, দুঃখজনক।
আরও পড়ুন: বরগুনায় সমুদ্রসৈকতে নিখোঁজ এনএসআই কর্মকর্তা ও ভাগনির লাশ উদ্ধার
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট বখতিয়ার আহমেদ খান ১৯৮২ থেকে ১৯৯২ পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের কারিগরি শাখায় উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
এসময় কারিগরি শাখার প্রধান হিসেবে বিএনপির সার্বিক কার্যক্রম মনিটরিং করতেন, যা সরাসরি সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কাছে উপস্থাপন করতেন।
১৯৯০ সালের ডিসেম্বরের শেষ দিকে রাষ্ট্রপতির সচিবালয়ে বর্ণিত ব্যক্তিকে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয় এবং ১৯৯১-১৯৯২ সাল পর্যন্ত ওএসডি থাকা অবস্থায় একবার তদন্ত কমিটির মুখোমুখি হন।
তদন্ত কমিটি প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বললে অসম্মতি প্রকাশ করেন তিনি।
ফলে ১৯৯২ সালে ২৩ সেপ্টেম্বর তৎকালীন বিএনপি সরকার কর্তৃক চাকরি হারান তিনি। এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন।
দীর্ঘ ৩০ বছর আইনি লড়াই শেষে বৃহস্পতিবার সর্ব্বোচ আদালত তার পক্ষে রায় দেন।
আরও পড়ুন: বরিশালে বাসচাপায় এনএসআই’র সাবেক কর্মকর্তা নিহত
ফরিদপুরের এনএসআইয়ের যুগ্ম পরিচালক করোনায় আক্রান্ত
১ বছর আগে
নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২
নওগাঁ শহরের কোমাইগাড়ী এলাকা থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই।
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ৩টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএসআইয়ের যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারি চক্রের ওই দুই সদস্যকে।
বুধবার সকালে তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: কুমিল্লায় কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
২ বছর আগে
নগদ ২৫.৫ লাখ টাকা, ১৬৮টি ব্যাংক চেকসহ চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারী আটক
ব্যাংকের চেক জমা নিয়ে চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সুদের ব্যবসা পরিচালনার অভিযোগে তিনজনকে আটক করেছে গোয়েন্দা সংস্থা এনএসআই।
৪ বছর আগে
শাহ আমানত বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাতে তিন যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা টিম শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি বৃদ্ধি করে। এ সময় লোহাগাড়ার মো. মামুনুর রশিদ, ফটিকছড়ির মো. নেজাম উদ্দিন ও চন্দনাইশের মোহাম্মদ হাসানের ব্যাগেজ থেকে ১৩৫, ১৩১ ও ২৭০ কার্টন ডানহিল, ৩০৩ ও ৫৫৫ ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।
৪ বছর আগে