সেলিব্রেটি
খামারিরাই প্রাণিসম্পদ খাতের প্রকৃত সেলিব্রেটি: প্রাণিসম্পদমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, খামারিরাই প্রাণিসম্পদ খাতের প্রকৃত সেলিব্রেটি। এলক্ষ্যে সরকার দেশে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জনসাধারণের প্রয়োজনীয় প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং এ খাতকে রপ্তানিমুখী করে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।
প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এর মধ্যে লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রকল্প (এলডিপিপি) উল্লেখযোগ্য যা ডেইরি সেক্টরের উন্নয়নের জন্য কাজ করছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নবান্ধব বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য হলো সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও মেধাসম্পন্ন জাতি গঠন।
আরও পড়ুন: নিষিদ্ধ সব জালের ব্যবহার বন্ধ করা হবে: প্রাণিসম্পদমন্ত্রী
শনিবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে ‘বিশ্ব দুগ্ধ দিবস ২০২৪’ ও ‘ডেইরি আইকন সেলিব্রেশন’ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
পুরস্কারপ্রাপ্ত খামারিদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে যেমন দুধের উৎপাদন বৃদ্ধি করেছেন তেমনি আপনারা নিজেদেরও সমৃদ্ধ করেছেন। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি এসময় খামারিদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দুধ শুধু একটি আদর্শ খাবারই কেবল নয় বরং মেধাবী জাতি গঠনে দুধ পান অপরিহার্য। তাই নিয়মিত দুধ পানের অভ্যাস গড়ে তুলতে হবে।
মন্ত্রী আরও বলেন, পরবর্তীতে এ ধরনের অনুষ্ঠান পর্যায়ক্রমে প্রতিটি জেলায় করা হবে এবং সে অনুষ্ঠানে খামারিরা প্রধান স্টেকহোল্ডার হবেন। তিনি গুড়াদুধ আমদানি নিরুৎসাহিত করার জন্য অধিকহারে শুল্ক আরোপের বিষয়ে খামারিদের দাবিকে সাধুবাদ জানান এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে খামারিদের আশ্বস্ত করেন।
উল্লেখ্য, দেশে তৃতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে এ বছর ডেইরি খামার ক্যাটাগরিতে ২৬টি, পশুখাদ্য প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ৯টি, দুধ/মাংস প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে ১১টি এবং খামার যান্ত্রিকীকরণ ক্যাটাগরিতে ৫টিসহ মোট ৫১ টি পুরস্কার প্রদান করা হয়। প্রতিটি পুরষ্কারের মূল্যমান এক লাখ টাকা।
অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে দেশের দুগ্ধ খাতের ৫১ জন সফল খামারি ও উদ্যোক্তার হাতে এসময় মন্ত্রী ক্রেস্ট ও চেক তুলে দেন। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে খামারিদের এ ধরনের সম্মাননা প্রদান তাদের দুগ্ধ উৎপাদনে আরও উৎসাহিত করবে এবং ফলে এ সেক্টরের উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে মন্ত্রী এসময় মন্তব্য করেন।
আরও পড়ুন: পশুর জন্য নিরাপদ উপায়ে প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রাণিসম্পদমন্ত্রীর
কোরবানির পশুর কোনো সংকট হবে না: প্রাণিসম্পদমন্ত্রী
৬ মাস আগে
সেলিব্রেটি ক্রিকেট লিগ: তবুও ‘শো মাস্ট গো অন’
গতমাসে ঘোষণা এলো এবারের বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিয়ে আয়োজিত হচ্ছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। শোবিজ তারকাদের অংশগ্রহণে এই আয়োজন নিয়ে আলোচনার কোনো কমতি ছিল না।
লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে ব্যাট-বল হাতে মাঠে ক্রিকেট খেলতে দেখা যাবে; এটিই যেন দর্শক আগ্রহের অন্যতম কারণ।
আরও পড়ুন: লেডি সিংহাম হয়ে সামনে এলেন দীপিকা
আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মেহজাবিন, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সঙ্গীতশিল্পী শহীদসহ আরও অনেক তারকা মুখকে দেখা গিয়েছিল সেলিব্রেটি ক্রিকেট লিগে।
তবে এসব বড় তারকাদের যে সংখ্যা, তাতে ১৬ জন করে ৮টি দল হওয়াটা হয়তো মুশকিল ছিল।
বলছি কারণ, তারকাদের নিয়ে এই আয়োজনে এমন অনেককে খেলতে দেখা গেছে, যাদের পরিচয়ের সঙ্গে তারকাখ্যাতি নেই।
এমনটা যে খেলা চলাকালীন কেউ অভিযোগ এনেছে এমনটা নয়।
২৯ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন দীপঙ্কর দীপন ও মোস্তফা কামাল রাজের দুই দলের মধ্যে শুরু হয় গণ্ডগোল।
আর সেই ঘটনার পরই অনেক তারকা গণমাধ্যমে জানিয়েছিলেন, এই আয়োজনে বহিরাগতদের অনেকেই ছিলেন।
এত আলোচনার পরে ধারণা করা হয়েছিল, আর বসবে না এই আসর। কিন্তু খেলা তো নিয়মের মোড়কে বাঁধা। অনাকাঙ্খীত সেই ঘটনার পর একটি সংবাদ সম্মেলন করে সকল অপ্রীতিকর ঘটনার মীমাংসা করা হয়।
অবশেষে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৭ অক্টোবর)।
আয়োজক কমিটি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘আট দলের ক্যাপ্টেনদের সঙ্গে আলোচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩ শুরু হবে আগামীকাল (১৭ অক্টোবর)। যেখান থেকে গ্রুপ পর্বের খেলা বন্ধ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে এই খেলা। আগামীকাল রাতেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।’
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
১ বছর আগে
বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে: শিমুল
সেলিব্রেটি ক্রিকেট লিগে অপ্রীতিকর ঘটনা নিয়ে লজ্জা প্রকাশ করেছেন অনেক তারকা। দেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে এই আয়োজনে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার ম্যাচে মারামারির ঘটনা ঘটে।
এমনকি কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: পুনর্মিলনে: প্রতিটি চরিত্র গল্পের প্রাণ
এখানে তারকাদের চেয়ে বাইরের খেলোয়ার বেশি রয়েছে বলে অভিযোগ করেন অভিনেতা মনির খান শিমুল।
গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম এই সেলিব্রেটি ক্রিকেট লিগ আর সেলিব্রেটিদের নাই। এত তারকা আসলে কোথায়। ৩-৪টা দল হলে হয়তো হতো। বস্তি থেকে ছেলে নিয়ে আসছে খেলাতে।’
শিমুল আরও বলেন, ‘আমি এই পরিস্থিতির কারণে আইনের ব্যবস্থা নেব। এখানে হত্যাচেষ্টা হয়েছে।’
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগ চলাকালীন দুই দলের মধ্যে হাতাহাতি হয়।
দল দুটির অধিনায়ক ছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপন।
দীপঙ্কর দীপনের দলের চিত্রনায়ক জয় চৌধুরী জানান, মোস্তফা কামাল রাজের দল থেকে শুরুতে আক্রমণ করা হয়। এমনকি তারা নাকি বাইরে থেকে লোকজন নিয়ে আসে।
আরও পড়ুন: সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনা
৮ দল নিয়ে শুরু হয়েছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’
১ বছর আগে