রেস্তোরাঁয় ভাঙচুর
ছাত্রলীগ নেতার উপর হামলার অভিযোগ, রেস্তোরাঁয় ভাঙচুর
ফেনীতে ছাত্রলীগ নেতা শফি উল্যাহ শুভর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় শহরের শহীদুল্লা কায়সার সড়কের পাঠানবাড়ির মাথায় ধানসিঁড়ি রেস্তোরাঁয় ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঝিনাইদহে চ্যানেল ২৪-এর সাংবাদিককে পিটিয়ে আহত, বাড়িতে হামলা
হামলায় আহত শফি উল্যাহ শুভ ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। এ সময় শুভর মামা আবদুল ওয়াদুদ শিপন ও বন্ধু শিপনও আহত হন।
আহত শফি উল্যাহ শুভ জানান, তিনি ধানসিঁড়ি রেস্তোরাঁয় বসা ছিলেন। এ সময় তার মামা আবদুল ওয়াদুদ শিপন ও বন্ধু শিপন সঙ্গে ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মাথা, পায়ে ও ডান হাতে গুরুতর জখম হয়। এ ছাড়া হামলাকারীরা রেস্তোরাঁয় ব্যাপক ভাঙচুর করেছে বলেও তিনি অভিযোগ করেন।
১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার নিন্দনীয়। হামলাকারীরা বহিরাগত বলে তিনি শুনেছেন।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াত উল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থৈয়াই অংপ্রু মারমা জানান, প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাটিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।
আরও পড়ুন: নড়াইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
চট্টগ্রামে বিচারকের ওপর হামলা: নেতার ছেলের কারাদণ্ড
১ বছর আগে