মেয়েকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় বাবার বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে বাবা আজিজুলের ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে মর্জিনা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মর্জিনা খাতুন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার আজিবার মণ্ডল ওরফে আজিজুল হকের মেয়ে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইমরান।
আরও পড়ুন: বাগেরহাটে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
নিহতের বোনের ছেলে হোসেইন বলেন, সন্ধ্যায় সমিতির লোনের কিস্তির টাকা দেওয়া নিয়ে নানার সঙ্গে খালার বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাত দেড়টার দিকে ঘরের দরজার শিকল খুলে ঘুমন্ত অবস্থায় মর্জিনা খালাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বাড়ির মধ্যে একটি গর্তের মধ্যে ফেলে রাখে নানা।
তিনি আরও বলেন, এ সময় খালার চিৎকারে তার মেয়ে রেকসোনা ছুটে আসলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আমার নানা। পরে আমরা দু’জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক খালাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, মৃত অবস্থায় মর্জিনাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্নস্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া রেকসোনার দুই হাতে অস্ত্রের আঘাতে জখম হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে এসআই ইমরান বলেন, সন্ধ্যায় বাপ-মেয়ের মধ্যে ঝগড়া হয়েছিল। পরে রাতে মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে তার বাবা- এটা আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি।
তিনি আরও বলেন, ‘অভিযুক্ত এ ঘটনার পর পালিয়েছেন। আমরা তাকে আটক করতে অভিযান চালাচ্ছি, পরে বিস্তারিত জানাবো।’
আরও পড়ুন: নাটোরে খাদ্যে বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যুর অভিযোগ
১ বছর আগে