খাদে
নাটোরে সারবোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত
নাটোরে সারবোঝাই ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সদর উপজেলার বারুরহাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত ফয়সাল ইসলাম সেলিমের (৫০) বাড়ি ঝিনাইদহের মহেশপুরে।
আরও পড়ুন: নাটোরে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, যশোরের নোয়াপাড়া থেকে বগুড়াগামী সারবোঝাই ট্রাক বারুরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা চালক ও সহকারীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।
সহকারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: নাটোরে পৌর মেয়রেরসহ পুড়েছে ১১টি গাড়ি
নাটোরে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে খালে পড়ে চালক নিহত
১ বছর আগে
সাজেকে পর্যটকবাহী জিপ খাদে, নিহত ১
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে পর্যটকবাহী একটি জিপ (চাঁদের গাড়ি) (ময়মনসিংহ-ক ২২২) খাদে পড়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন।
শুক্রবার বিকাল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
জানা যায়, কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ফারদিন হাছান বিশালের (৩৫) বাড়ি ঢাকার শ্যামপুর বলে জানিয়েছে পুলিশ।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এসময় গাড়ীর নিচে চাপা পরে পর্যটক ফারদিন হাছান বিশাল (৩৫) নিহত হন।
পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এখনও উদ্ধার তৎপরতা চলছে। তবে তাৎক্ষনিক অন্যান্য পর্যটকের পরিচয় এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: ফেনীতে ট্রেনে কাটা পড়ে রিকশাচালকের মৃত্যু
১ বছর আগে
পাকিস্তানে যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে নিহত ২০, আহত ১৩
পাকিস্তানে দক্ষিণ সিন্ধু প্রদেশে যাত্রীবাহী একটি ভ্যান খাদে পড়ে অন্তত ২০ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার প্রদেশটির সেহওয়ান এলাকায় একটি মন্দিরে যাওয়ার পথে ভ্যানটি একটি প্রধান সড়ক সংলগ্ন খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে ওই ভ্যানটি পড়েছিল, দুই মাস আগেও বন্যার পানি নিষ্কাশনের জন্য কর্তৃপক্ষ সেখানে বেশ কয়েকটি গর্ত তৈরি করেছিল।
আরও পড়ুন: ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকাণ্ডকে 'গণহত্যা' ঘোষণা করুন: মার্কিন কংগ্রেস সদস্যদের রেজ্যুলেশন পেশ
এছাড়া ভারী বন্যার সময় মহাসড়কটি বন্ধ ছিল এবং সম্প্রতি ওই এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করায় যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।
তবে পুলিশ জানায় যে, মহাসড়কের যে অংশে দুর্ঘটনা ঘটেছে, সেটি বন্ধ ছিল। রাস্তায় একটি ডাইভারশন ছিল, তবে চালক অতিরিক্ত গতির কারণে ব্যারিকেডগুলো লক্ষ্য করেনি।
এছাড়া নারী ও শিশুসহ আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: শাহরুখ ও সালমানের চেয়ে অনেক ভালো অভিনেতা ইমরান খান: পাকিস্তানের রাজনীতিবিদ
ইমরান খানের ওপর হামলার নিন্দা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের
২ বছর আগে
রাণীশংকৈলে বরযাত্রীসহ মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে বরযাত্রীসহ একটি মাইক্রোবাস খাদে পড়ে এক নারী নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারার রামপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা আক্তার চন্দ্র (৪৮) ঢাকার ধামরাইয়ের বাসিন্দা।
এখনো এ দুর্ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, মাইক্রোবাসটি বিয়ে বাড়ির উদ্দেশে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপিজেলার উদ্দেশ্যে যাওয়ার সময় পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। রাণীশংকৈলের বলিদ্বারা রামপুর ব্রিজটি পার হওয়ার পর রাস্তায় গরু ও ছাগলের জন্য চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ খাদে পড়ে যান। এতে গাড়িতে থাকা কয়েকজন আহত হয়। পরে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি আরও জানান, গুরুতর আহত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাকীদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ৪, আহত ১৫
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের ৩ যাত্রী নিহত, আহত ১০
সেপ্টেম্বরে ৪০৭ সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের প্রাণহানি: আরএসএফ
২ বছর আগে
নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল খাদে, প্রাণ গেল দুই বন্ধুর
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ৩ টায় গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এ বিষয় নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- গোপালগঞ্জ পৌরসভার বেদগ্রামের বাবলু শেখের ছেলে তরিকুল শেখ ( ৩০) এবং দুর্গাপুর ইউনিয়নের কাটরবাড়ি গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায় (৩২)।
অপূর্ব গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন। তরিকুল শেখ গোপালগঞ্জ বড় বাজারের চালের ব্যবসা করতেন।
জানা যায়, দুই বন্ধু মিলে কাজ শেষে কোটালিপাড়া থেকে গোপালগঞ্জে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনায় ৫ শ্রমিক নিহত
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
গোপালগঞ্জে হত্যা মামলার সাক্ষী খুন
২ বছর আগে
জকিগঞ্জে মাইক্রোবাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩
সিলেটের জকিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের খাদে ছিটকে পড়ে পানিতে ডুবে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর্তমানে মোট মৃত্যু সংখ্যা তিনজন। এ সময় চারজনকে আহতাবস্থায় মাইক্রোবাসের ভিতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারহাল ইউনিয়নের শাহবাগের নিজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: এক অসহায় বৃদ্ধ বাবার সংবাদ সম্মেলন!
পুলিশ সূত্র জানিয়েছে, দূর্ঘটনায় সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬) নিহত হয়েছে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাসটি (সিলেট-ট- ১১-০৫২২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে ৭ জনকে উদ্ধার করেন। এরমধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ঘটে। পরে সিলেট নেবার পথে আরও দুই জন মারা যান।
আরও পড়ুন: শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ও জকিগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যান।
জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেম জানিয়েছেন, দূর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ ও গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে গাড়িতে মোট কয়জন ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
৩ বছর আগে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
বগুড়া, ২৪ আগস্ট (ইউএনবি)- বগুড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
৫ বছর আগে