আল মামুন
ব্রাহ্মণবাড়িয়ার আ.লীগ নেতা আল মামুনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আল মামুন সরকারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একজন জনবান্ধব নেতাকে হারাল।
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামালের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সোমবার (২ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসায় ৬৭ বছর বয়সে মারা যান আল মামুন। তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত নানা জটিলতায় ভুগছিলেন।
ছাত্রজীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।
তিনি ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ছিলেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আব্দুস সাত্তার মারা গেছেন
১ বছর আগে