পোস্টারিং
বগুড়ার কাহালুতে চাঁদার দাবিতে পোস্টারিং, আটক ৩
বগুড়ার কাহালু উপজেলার বিষ্ণুপুর গ্রামের চারটি পাড়ার দুই শতাধিক বাড়ির দরজা ও দেয়ালে চাঁদা দাবি করে পোস্টার সাঁটানো হয়েছে।
শনিবার রাতে সাঁটানো এসব পোস্টারে ২০০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করা হয়েছে।
এদিকে পোস্টার সাঁটানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গত রবিবার রাতে ৩ ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তবে পুলিশ আটকদের নাম ঠিকানা দিতে অপারগতা প্রকাশ করেছে।
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ, যুবক আটক
এসব পোস্টারে আগামী ৬ অক্টোবরের মধ্যে গ্রামের একটি পুকুরপারে লাইট পোস্টের সঙ্গে লাগানো বাক্সে চাঁদার টাকা দিতে বলা হয়েছে। টাকা না দিলে ৭ অক্টোবর থেকে গ্রামের ছেলে-মেয়ে হারিয়ে গেলে কারো কিছু করার থাকবে না বলে হুমকি দেওয়া হয়েছে।
এতে আরও লেখা রয়েছে, আমি বা আমরা কে সেটা না খুঁজে আমি যা বলছি সেটা করার চেষ্টা করেন তাহলেই নিরাপদ। অল্প কিছু টাকার জন্য বাচ্চাদের বিপদে ফেলবেন না। যদি ছেলে-মেয়েদের মঙ্গল চান তাহলে উল্লেখিত নিদের্শনা মোতাবেক কাজ করুন, নিজের বাচ্চাদের সুরক্ষিত করুন, ধন্যাবাদ।
রবিবার সকালে ঘুম থেকে ওঠার পর ওই চার পাড়ার মানুষ এ ধরনের পোস্টার দেখে আতঙ্কিত হয়ে পড়ে।
তবে পুলিশ বলেছে, আতঙ্কের কিছু নেই। মাদকের টাকা সংগ্রহ করতে এই পোস্টার সাঁটানো।
তবে গ্রামের বাসিন্দারা বলছে, বিষ্ণুপুরে মাদক বাণিজ্য কিংবা সেবনকারী নেই বললেই চলে।
সোমবার জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, আপনারা ভয় বা আতঙ্কিত হবেন না। পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। অপরাধীরা যেই হউক অচিরেই তাদের আটক করা হবে।
আরও পড়ুন: গাইবান্ধায় মানুষের মাথার খুলি জব্দ, কবিরাজ আটক
কুড়িগ্রামে বিদেশি মদ জব্দ, আটক ২
১ বছর আগে