ক্রীড়া
যুব ও ক্রীড়া উন্নয়নে ২০ প্রকল্পের প্রস্তাব অর্থমন্ত্রীর
সরকার খেলাধুলার মানোন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য স্টেডিয়াম, জিমনেসিয়াম, সুইমিংপুল ও আনুষঙ্গিক অন্যান্য অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিভিন্ন স্পোর্টস ক্লাবকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মাহমুদ আলী।
তিনি প্রস্তাবিত বাজেটে ২০২৪-২৫ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ২১২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা ২০২৩-২৪ অর্থবছরে ছিল ১ হাজার ৩০৩ কোটি টাকা।
আরও পড়ুন: ব্যাগেজ নিয়মে ২৪ ক্যারেটের স্বর্ণ আর অনুমোদিত নয়
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, 'যুব ও ক্রীড়ার উন্নয়নে আগামী বাজেটে ২০টি প্রকল্প প্রস্তাব করছি।’
২০২৩-২৪ অর্থবছরে ক্রীড়া সুবিধা নির্মাণ ও উন্নয়নের জন্য মোট ১৩টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্প হলো 'উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ'।
এছাড়া খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের জন্য প্রতিটি বিভাগে অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ট্যালেন্ট হান্ট প্রকল্প চলমান রয়েছে।
এ লক্ষ্যে ওই প্রতিভাবান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। সরকার ক্রীড়া সামগ্রী এবং দেশীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনের জন্য ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থাগুলোকে নিয়মিত ক্রীড়া সামগ্রী এবং আর্থিক সহায়তা দিচ্ছে।
আরও পড়ুন: ব্যাংক ডিপোজিটের ওপর আবগারি শুল্কে পরিবর্তন ও অফশোর ডিপোজিট শুল্কমুক্ত করার প্রস্তাব
কর-জিডিপি অনুপাত বাড়াতে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর বিকল্প নেই: অর্থমন্ত্রী
৫ মাস আগে
যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ক্রীড়ার প্রতি আগ্রহী করুন: মাগুরায় সাকিব
মাগুরা জেলার শ্রীপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সব্দালপুরকে দুই-এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাদিরপাড়া ইউনিয়ন দল। শুক্রবার (১ মার্চ) বিকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
নিজ সংসদীয় এলাকার টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচ উপভোগ করলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসান।
আরও পড়ুন: সৌদিতে আপত্তিকর আচরণের অভিযোগে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো
শুক্রবার বিকাল ৩টায় উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল খেলায় অংশ নেয় সব্দালপুর ইউপি বনাম কাদিরপাড়া ইউনিয়ন একাদশ।
এ সময় প্রধান অতিথি হয়ে সাকিব আল হাসান মাঠে দর্শকদের সঙ্গে করমর্দন করেন। তার আগমনে মাঠে উপস্থিত ফুটবল প্রেমীরা ‘সাকিব সাকিব’ বলে স্লোগান দিতে থাকে।
শ্রীপুর উপজেলা পর্যায়ের এ ফাইনাল খেলায় কাদিরপাড়া ইউনিয়ন একাদশ ২-১ গোলের ব্যবধানে সব্দালপুর ইউনিয়ন একাদশকে পরাজিত করে।
সাকিব আল হাসান বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। এ সময় তিনি যুবসমাজকে মাদক থেকে ফেরাতে ক্রীড়ার প্রতি আগ্রহী করতে সকলকে আহ্বান জানান।
আরও পড়ুন: বিপিএল ২০২৪ ফাইনাল: প্রথমবারের মতো কুমিল্লার বিপক্ষে মাঠে বরিশাল
বিপিএল ফাইনালের টিকিট নিয়ে হুড়োহুড়ি
৮ মাস আগে
ক্রীড়া কোটায় ঢাবিতে ৬০ শিক্ষার্থী ভর্তি করা হবে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে খেলোয়াড় কোটায় ৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
খেলোয়াড় কোটায় ভর্তি কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে বুধবার উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: চিরকুট লিখে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা!
আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় দক্ষ ক্রীড়াবিদদের উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে খেলোয়াড় কোটায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন: রবীন্দ্র সরোবরে রেস্তোরাঁকর্মীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৬
ভারী বর্ষণ: ঢাবি ছাত্রাবাসে জলাবদ্ধতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
১ বছর আগে