রং মিস্ত্রি
খুলনায় রং মিস্ত্রিকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫
খুলনার সোনাডাঙ্গায় ইমন শেখ নামে এক রং মিস্ত্রিকে হত্যার ঘটনায় অস্ত্র ও গুলি জব্দসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিবাগত রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে কবি রাধাপদ রায়ের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার
গ্রেপ্তাররা হলেন, নাজমুস সাকিব জাকারিয়া, রিয়াজ, বুলু পাটোয়ারী, আকাশ হাওলাদার ও আপন খাঁ।
এদিকে ইমন হত্যার ঘটনায় তার বাবা সানোয়ার হোসেন বৃহস্পতিবার রাতেই ১৭ জনের নাম উল্লেখসহ চার-পাঁচজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযানে নেমে পাঁচজনকে আটক করে। এসময় তাদের একজনের কাছ থেকে একটি কালো রঙের ওয়ান শুটার গান ও এক রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয়।
আরও পড়ুন: নাটোরে শিশু ধর্ষণ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গাজীপুর থেকে গ্রেপ্তার
৫৩৯ দিন আগে
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রং মিস্ত্রি নিহত
খুলনা নগরীর গোবরচাকা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইমন শেখ (২২) নামের এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার গোবরচাকা গাবতলার মোড়ের তালুকদার লেনে এ ঘটনা ঘটে।
নিহত ইমন পেশায় একজন রং মিস্ত্রী। তার বাবার নাম সানোয়ার হোসেন। তারা গোবরচাকা নবীনগর এলাকায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কাঠমিস্ত্রির
প্রত্যক্ষদর্শীরা জানান, তালুকদার লেনে দাঁড়িয়ে ছিলেন ইমন। এ সময় ৫/৬টি মোটরসাইকেলে ১০/১২ জন এলোপাতাড়ি গুলি করে। গুলিবিদ্ধ ইমনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
৫৪০ দিন আগে