হেরাইন
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: র্যাব
চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ১২ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ার হোসেন (২৯) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পূর্ব জগতবেড় এলাকার হাকিম উদ্দিনের ছেলে।
আজ রবিবার (৮ অক্টোবর) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার: র্যাব
বিজ্ঞপ্তিতে বলা হয়, হোরোইনসহ এক ব্যক্তি ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শনিবার বিকালে সেখানে অভিযান চালায়।
এ সময় ১ কেজি ১২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, আনোয়ার হোসেন একজন মাদক ব্যবসায়ী। সে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে তার নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জায়গায় তা সরবরাহ করত।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: রাজধানীতে পলাতক হিযবুত তাহরীর নেতা গ্রেপ্তার: র্যাব
চাঁপাইনবাগঞ্জে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে