কেইন উইলিয়ামসন
অধিনায়কত্ব ছাড়লেন উইলিয়ামসন
টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার পর এবার নিউজিল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দিলেন কেইন উইলিয়ামসন। শুধু তাই নয়, ২০২৪-২৫ মৌসুমের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
বুধাবার (১৯ জুন) তিনি এ ঘোষণা দেন।
বিদেশি লিগ খেলতেই মূলত তিনি জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী গ্রীষ্মে বিদেশি লিগে খেলার সুযোগ খুঁজছেন তিনি। তাই জাতীয় দলের সঙ্গে চুক্তি করতে চান না। তবে কিউইদের জার্সিতে খেলতে তিনি সবসময় প্রস্তুত বলেও জানিয়েছেন।
‘বিভিন্ন ফরম্যাটে আমি দলকে এগিয়ে নিতে উৎসাহী এবং এমন কিছুতে আমি সবসময় অবদান রাখতে চাই। তবে, গ্রীষ্মে একটি বিদেশি লিগে খেলার সুযোগ রয়েছে আমার। সেকারণে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব গ্রহণ করতে পারছি না।’
আরও পড়ুন: বিশ্বকাপে আর দেখা যাবে না বোল্টকে!
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার কাছে সবসময়ই মূল্যবান। দলকে প্রতিদান দেওয়ার ইচ্ছা আমার সবসময় আছে। তবে, ক্রিকেটের বাইরে আমার জীবনে পরিবর্তন এসেছে। এখন পরিবারকে সময় দিতে চাই। এর জন্য পরিবারের সঙ্গে দেশ-বিদেশে সময় কাটানো আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ।’
কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও দলের প্রয়োজনে বিভিন্ন টুর্নামেন্টে তাকে ডাকা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট ওয়েনিঙ্ক।
তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের সবসময় (একাদশ নির্বাচনে) অগ্রাধিকার দেওয়া হলেও উইলিয়ামসন এক্ষেত্রে ব্যতিক্রম। বিশেষ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠের জন্য আমরা এটুকু ব্যতিক্রম হতেই পারি। সে নিজেও দলের প্রতি অনুগত।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্টে যাতে সে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে দলকে সহযোগিতা করতে পারে, সে কারণে তাকে শুধু বর্তমানেই নয়, আগামীতেও এই ধরনের সুবিধা দেওয়া হবে।’
‘জানুয়ারি পর্যন্ত আমাদের সূচি একেবারেই খালি। তবে এর পরও তাকে দলে পাবো বলে আশা করছি।’
উইলিয়ামসনের অধিনায়কত্বে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে ব্ল্যাকক্যাপসদের।
আরও পড়ুন: আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন তানজিম
২০২২ সালে টেস্টের অধিনায়কত্ব ছাড়ার পর সীমিত ওভারের ক্রিকেটে দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন উইলিয়ামসন। তার নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপের ফাইনালে দুঃখজনকভাবে ইংল্যান্ডের কাছে হারে নিউজিল্যান্ড। এরপর ২০২১ সালের টি-টোয়েন্টে বিশ্বকাপের ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তার দল। তবে ২০২১ সালের ফাইনালে ভারতের বিপক্ষে জিতে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে নিউজিল্যান্ড।
উইলিয়ামসনের আগে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পেসার ট্রেন্ট বোল্ট। এছাড়া লকি ফার্গুসনও কেন্দ্রীয় চুক্তিতে সই করতে নারাজ। এমন পরিস্থিতিতে নতুন অধিনায়ক নির্বাচন করতে হবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে। আগামী মাসে নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে পারে তারা।
৪ মাস আগে
আইসিসি বিশ্বকাপ ২০২৩: নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে নেদারল্যান্ডস
নিউজিল্যান্ডের বিপক্ষে সোমবার (৯ অক্টোবর) টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। এই ম্যাচেও নেই কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন।
গত সপ্তাহে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ড।
ইনজুরিতে থাকা উইলিয়ামসনের অনুপস্থিতিতে আবারও দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ইনজুরি থেকে ফিরে জেমস নিশামের পরিবর্তে নিউজিল্যান্ড একাদশে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচ লাইভ
সাকিব জুলফিকার ও ইনজুরিতে পড়া লোগান ভ্যান বিকের জায়গায় অলরাউন্ডার সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও ফাস্ট বোলার রায়ান ক্লেইনকে দলে নিয়েছে নেদারল্যান্ডস।
ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের আক্রমণাত্মক অপরাজিত সেঞ্চুরিতে ২৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংলিশ বোলাররা আধিপত্য বিস্তার করে।
শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে উইলিয়ামসনের অনুপস্থিতিতে দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্স দিয়ে ব্ল্যাক ক্যাপসের হয়ে উঠে এসেছেন রবীন্দ্র।
কনওয়ে ১৫২ ও রবীন্দ্র ১২৩ রান করলে ২০১৯ সালের ফাইনালে সংক্ষিপ্ত ফলাফলের প্রতিশোধ নিতে ইংল্যান্ডের গতি ও স্পিনের বিপক্ষে রেকর্ড ২৭৩ রানের জুটি গড়েন বাঁহাতিরা।
নেদারল্যান্ডস তাদের উদ্বোধনী খেলায় পাকিস্তানের বিপক্ষে ৮১ রানে পরাজিত হওয়ার আগে কিছুটা জ্বলে উঠেছিল। হারিস রউফ ও শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তানের ভয়ংকর পেস আক্রমণের বিপক্ষে বাস ডি লিডের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স বৃথা যায়।
ডি লিড তার মাঝারি ফাস্ট বোলিংয়ে চারটি উইকেট নিয়েছিলেন এবং তারপরে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের আত্মসমর্পণের আগে ৬৭ রান করেছিলেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
আইসিসি বিশ্বকাপ ২০২৩: আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের
১ বছর আগে