প্রধান কার্যালয়
৫১৫ কোটি টাকা ব্যয়ে হবে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ের জন্য ১০ তলাবিশিষ্ট একটি ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৬৭৮ টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ ব্যাপারে অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘কন্সট্রাকশন অব ১০ স্টোরিড হেডকোয়ার্টার্স বিল্ডিং অব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অ্যাট মিরপুর’ নামের এই প্রকল্পের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ৬৭৮ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকার টিওএ করপোরেশন।
অনুমোদন পেয়েছে আরও যেসব প্রকল্প
বৈঠকে চট্টগ্রামের ডাবলমুরিং পুলিশ স্টেশন কম্পাউন্ডে ২০ তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণের (১০০০ বর্গফুট প্রতি তলায় ৮টি ইউনিট) পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবেও অনুমোদন দিয়েছে সরকার।
দেশের বিভিন্ন স্থানে পুলিশের জন্য ৯টি আবাসিক টাওয়ার ভবন নির্মাণ প্রকল্পের আওতায় চট্রগ্রামের ডাবলমুরিং পুলিশ স্টেশন এলাকায় এই আবাসিক ভবন নির্মাণ করা হবে।
এ লক্ষ্যে কুশলী নির্মাতা লিমিটেডের সঙ্গে ৭৮ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ৫৬৭ টাকায় চুক্তি হয়। চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভভুক্ত বা টেন্ডারবহির্ভুত কিছু আইটেম হ্রাস বা বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ৯৯৭ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
এছাড়া ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স এলাকায় ২২ তলা ভিত্তিসহ ২০ তলা আবাসিক ভবন নির্মাণের (১০০০ বর্গফুট প্রতি তলায় ৮টি ইউনিট) পূর্ত কাজের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
প্রকল্প বাস্তবায়নে পদ্মা অ্যাসোসিয়েট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে ৮০ কোটি ২৪ লাখ ৪০ হাজার ৮০৩ টাকায় ক্রয়ের চুক্তি হয়। এই চুক্তিতে ভেরিয়েশন বাবদ রাখা হয়েছে অতিরিক্ত ১১ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৯৪৪ টাকার ব্যয় বৃদ্ধির প্রস্তাব।
এর আগে, সভায় মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান থেকে টিএসপি ও ডিএপি সার চুক্তির মাধ্যমে আমদানির একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: রাশিয়া ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার কিনছে সরকার
সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
৩৮ দিন আগে
৪ ঘণ্টা পর নিভেছে এসএ পরিবহনের প্রধান কার্যালয়ে আগুন
এসএ পরিবহন কুরিয়ারের প্রধান কার্যালয়ে আগুন অবশেষে নেভানো সম্ভব হয়েছে। সোমবার (৯ অক্টোবর) আগুন লাগার ৪ ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে এই আগুন নেভানো হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে আগুনে ঘুমন্ত ২ শিশুর মৃত্যু, দগ্ধ মা
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলেছে।
তিনি আরও বলেন, এর আগে সকাল ১০টা ১০ মিনিটে এসএ পরিবহনের পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস অফিসে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়।
অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি জানিয়ে ওই কর্মকর্তা বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।
আরও পড়ুন: এসএ পরিবহনের পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাকরাইল অফিসে আগুন
রূপগঞ্জে চলন্ত বাসে আগুন, আহত ১০
৫৭৩ দিন আগে