৩ কেজি
টেকনাফ থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ জব্দ
কক্সবাজারের টেকনাফ থেকে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দমদমিয়া এলাকা থেকে মাদকের এই চালান উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
আরও পড়ুন: কক্সবাজারে ১ কেজি ক্রিস্টাল মেথ ও ২০ হাজার ইয়াবা জব্দ, আটক ২
সোমবার (৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচারের সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির সদস্যরা নাফ নদীর দমদমিয়া এলাকায় কড়া নজরদারি শুরু করেন।
তিনি জানান, কয়েকজন চোরাকারবারি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি সদস্যরা তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করেন।
তিনি আরও জানান, এতে চোরাকারবারিরা বস্তা ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ৩ কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও ইয়াবা জব্দ: বিজিবি
কক্সবাজারে ৪ কেজি ক্রিস্টাল মেথ ও দেড় লাখ ইয়াবা জব্দ
১ বছর আগে