মৌচাক
রাজধানীর মৌচাকে ইউএনবি কার্যালয়ের কাছে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর মৌচাক এলাকায় ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) কার্যালয়ের কাছে বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান।
আরও পড়ুন: বগুড়ায় ককটেল বিস্ফোরণ, ট্রাক ও ভটভটিতে আগুন
তিনি আরও জানান, ফ্লাইওভারের ওপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
কসমস সেন্টারের নিরাপত্তা প্রহরী আশিকুর রহমান জানান, তিনি নিয়মিত দায়িত্ব পালন করছিলেন এবং অফিসের কাছে দুটি ককটেল বিস্ফোরিত হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের ককটেল বিস্ফোরণ
১১ মাস আগে
মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের নিচ থেকে তরুণীর লাশ উদ্ধার
রাজধানীর রমনা থানার মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচ থেকে রবিবার (৮ অক্টোবর) রাতে সাহিদা ইসলাম মীম (২১) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত সাহিদা ইসলাম মীম রাজধানীর পশ্চিম রামপুরার বাগিচারটেকের মৃত আবু সাঈদের মেয়ে।
রমনা থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোছা. আমেনা খানম জানান, আমরা খবর পেয়ে রাত ৩টার দিকে মৌচাক-রামপুরা প্রধান সড়কের ফ্লাইওভারের নিচ থেকে তার লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় রাস্তায় লাশ ফেলে পালালেন নারী
তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের মা আজিমুন ইসলাম জানান, আমার মেয়ে এখন পড়াশোনা করে না। আগে পড়াশোনা করত। বর্তমানে নাচ করত। গতকাল রাত সাড়ে ৮টার দিকে ফোন করে ওর এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে আমার মেয়েকে বারে বারে ফোন দিলেও ফোন ধরেনি।
তিনি বলেন, রাতে পুলিশ ফোন দিয়ে আমায় বলে আপনি একটু থানায় আসেন। পরে আমরা থানায় গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি।
তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।’
আরও পড়ুন: কুষ্টিয়ায় ঘোড়ার গাড়ির চালকের লাশ উদ্ধার
রাজশাহীতে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে