মন্ত্রী পর্যায়ের বৈঠক
কলম্বোতে আইওআরএ'র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছেন মোমেন
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২৩তম কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) বৈঠক আজ কলম্বোতে অনুষ্ঠিত হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন 'স্ট্রেন্দেনিং রিজিওনাল আর্কিটেকচার: রিইনফোর্সিং ইন্ডিয়ান ওশান আইডেন্টিটি' প্রতিপাদ্য নিয়ে এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
আইওআরএ'র আসন্ন চেয়ার শ্রীলঙ্কা সরকার এই বৈঠকের আয়োজন করছে।
মন্ত্রীদের বৈঠকের আগে গত ৯ ও ১০ অক্টোবর ২৪তম সিনিয়র অফিসিয়াল কমিটির (সিএসও) বৈঠক অনুষ্ঠিত হয়।
আইওআরএ'র ২৩টি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বাংলাদেশে সর্বশেষ বৈঠকের পর থেকে আইওআরএ'র অগ্রগতি পর্যালোচনা করবেন এবং এ অঞ্চলের ভবিষ্যত উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
আইওআরএ'র ১১টি সংলাপ অংশীদার, বিশেষায়িত সংস্থা ও পর্যবেক্ষকরাও বৈঠকে অংশ নিচ্ছেন।
২০২১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে আইওআরএ'র সভাপতিত্ব গণতান্ত্রিক সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র শ্রীলঙ্কার কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: জাকার্তায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে আইওআরএ সেক্রেটারি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ
শ্রীলঙ্কা দুই বছরের (২০২৩-২০২৫) জন্য চেয়ারের দায়িত্ব পালন করবে এবং ভারত অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ার হবে।
বাংলাদেশ এই সময়ের জন্য আইওআরএ ত্রয়িকার অংশ থাকবে, যা নিম্নরূপভাবে গঠিত হবে: শ্রীলঙ্কা (চেয়ার), ভারত (ভাইস-চেয়ার) ও বাংলাদেশ (পাস্ট চেয়ার)।
আইওআরএ কাউন্সিল অব মিনিস্টার্স মিটিং (সিওএম) একটি বার্ষিক সভা যেখানে আইওআরএ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আইওআরএ অগ্রাধিকার নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে মিলিত হন।
এর সঙ্গে সামঞ্জস্য রেখে সিএসও, পররাষ্ট্রবিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে প্রতি বছর দু'বার বৈঠক করে এবং কমিটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তগুলো চূড়ান্ত গ্রহণের জন্য সিওএমকে রিপোর্ট করা হয়।
আরও পড়ুন: ঢাকায় আইওআরএ'র মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু
আইওআরএ সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সামুদ্রিক প্রকল্পে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের
১ বছর আগে