বিশ্বকাপ ২০২৩
বিসিবিকে বিদায় জানালেন বাংলাদেশ দলের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস
বাংলাদেশ ক্রিকেট দলের দীর্ঘদিনের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেকারন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর থাকছেন না।
শুক্রবার (১০ নভেম্বর) ভারতীয় এই বিশ্লেষক জানিয়েছেন তিনি আর বিসিবির সঙ্গে যুক্ত থাকবেন না।
আগামীকাল শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশের শেষ ম্যাচের মাধ্যমে তিনি তার দায়িত্ব শেষ করবেন।
শ্রীনিবাস ২০১৮ সালে বাংলাদেশ দলে যোগ দেন এবং তখন থেকেই তিনি এর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন।
আরও পড়ুন: বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানালেন অ্যালান ডোনাল্ড
শ্রীনিবাস তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর আমি ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাচ্ছি!!’
তিনি আরও লিখেছেন, ‘এটি শিক্ষা, স্মৃতি, উত্থান-পতনে পূর্ণ একটি যাত্রা। তবে বাকি জীবন আমি আমার হৃদয়ে এই স্মৃতি লালন করব।’
শ্রীনিবাস ২৫টি টেস্ট, ৭৫টি টি-টোয়েন্টি এবং ৮৩টি ওয়ানডেতে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইনজুরিতে থাকা সাকিবের বদলি খেলবেন এনামুল হক
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন সাকিব
১ বছর আগে
বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের বিপক্ষে ২৮৪ রান করেছে আফগানিস্তান
ইকরাম আলিখিলের ৫৮ রানের পাশাপাশি রহমানুল্লাহ গুরবাজের দুর্দান্ত ৮০ রানের সুবাদে রবিবার দিল্লিতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২৮৪ রান তোলে আফগানিস্তান।
এটি এখন বিশ্বকাপের ইতিহাসে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর।
টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে নামানোর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। রহমানুল্লাহ ও ইব্রাহিম জাদরানের সতর্কতার কারণে আশাব্যঞ্জক শুরু করে আফগানিস্তান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিধ্বংসী বোলিংয়ে ১৯১ রানে পাকিস্তান অলআউট
১৬ দশমিক ৪ ওভারের মধ্যেই রহমানুল্লাহ ও ইব্রাহিমের জুটিতে প্রথম উইকেট জুটিতে ১১৪ রান সংগ্রহ করে আফগানিস্তান।
জুটি ভাঙেন আদিল রশিদ। এই আউটের পরে, আফগানিস্তান দ্রুত উইকেট পতনের অভিজ্ঞতা অর্জন করে, যা তাদের চাপে ফেলে দেয়।
তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে স্থিতিস্থাপক হয়ে ক্রিজে নিজের মাঠ ধরে রেখেছেন রহমানউল্লাহ। রশিদ খান ও মুজিব ইউর রহমান যথাক্রমে ২৩ ও ২৮ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ১০ ওভারে ৪২ রান দিয়ে তিনটি উইকেট নেন এবং মার্ক উড দুটি উইকেট পান।
এই ম্যাচের আগে ইংল্যান্ড ও আফগানিস্তান দুটি করে ম্যাচ খেলেছিল। ভারতের বিপক্ষে পরাজয় দিয়ে ইংলিশরা শুরু করলেও পরে বাংলাদেশের বিপক্ষে ফিরে আসে। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে হেরে ভারতের কাছে হেরে যায় আফগানিস্তান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শুরু আফগানিস্তানের
আইসিসি বিশ্বকাপ ২০২৩: পাকিস্তানকে উড়িয়ে ভারতের জয়ের ধারা অব্যাহত
১ বছর আগে
বিশ্বকাপ ২০২৩: ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাশমতউল্লাহ শাহিদি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের হাফ সেঞ্চুরির সুবাদে আফগানিস্তানরা প্রথমে ব্যাট করতে নেমে ২৭১ রান করেন।
আফগানিস্তান ৬ দশমিক ৪ ওভারে ৩২ রান তুলে খেলা শুরু করে। তবে ইব্রাহিম জাদরান ক্যাচ আউট হওয়ায় তাদের প্রথম উইকেট পড়ে যায় জসপ্রিত বুমরাহর হাতে।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুনতে হয়েছে বাংলাদেশকে
চতুর্থ উইকেট জুটিতে হাশমতউল্লাহ ও আজমতউল্লাহ ১২৮ বলে ১২১ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এটি আফগানিস্তানের অবস্থানকে শক্তিশালী করে ও একটি চ্যালেঞ্জিং লক্ষ্য নির্ধারণ করে।
৪০তম ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ছিল ২১১ রান। শেষ ১০ ওভারে তারা তাদের সংগ্রহে আরও ৬০ রান যোগ করে।
ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ১০ ওভারে ৩৯ রান দিয়ে ৪ উইকেট নেন। হার্দিক পান্ডিয়াও দুটি উইকেট নেন।
২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। অন্যদিকে ভারত তাদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় লাভ করেছিল।
আরও পড়ুন: ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল-২০২৩ শুরু
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩: ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
১ বছর আগে