বোচাগঞ্জ
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
দিনাজপুরের বোচাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আজহারুল হক নামে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিক ওই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পোশাক শ্রমিকদের বিক্ষোভে বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত
নিহত আজহারুল হক জেলার বোচাগঞ্জের উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত সোমির উদ্দীনেরর ছেলে।
জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের ঘোড়াপীর উত্তর কৃষ্ণপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলচালক আজহারুল নিহত হয়েছেন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রাসেল বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে গেছে।
আরও পড়ুন: কোটা বাতিলের দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
৫ মাস আগে
বোচাগঞ্জে ট্রাকচাপায় খালা ও ভাগ্নের মৃত্যু
দিনাজপুরের বোচাগঞ্জে ট্রাকচাপায় খালা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার জালগাঁও গ্রামের স্বদেব চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় ও তার বোনের ছেলে আনোড়া গ্রামের বিশ্বজিতের শিশুপুত্র জয় চন্দ্র রায়।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
স্থানীয়রা বলেন, দুপুরে বোচাগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়ক দিয়ে মালবোঝাই একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল। উপজেলা পরিষদের সামনে অপরদিক থেকে মোটরসাইকেল নিয়ে আসা চম্পা রানী রায় ও তার ভাগ্নে জয়সহ ট্রাকের নিচে চাপা পড়েন।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল বলেন, ট্রাকচালক ও হেলপারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত
ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় পশু চিকিৎসকের মৃত্যু
১ বছর আগে