সড়ক দুর্ঘটনায়
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
মাগুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে চলন্ত বাসের ধাক্কায় এক বাসযাত্রী নিহত ও আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকালে শালিখা উপজেলার সীমাখালী বাজারে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- মোহম্মদ আলী (৫০)। তিনি নরসিংদী জেলার সেনের বাড়ি গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।
আহত ব্যক্তিরা হলেন- লিয়াদ হোসেন (৩৪), মো. আমির হোসেন (২৭) ও শান্ত মোল্লা (২৫)।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বিশারুল ইসলাম জানান, মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে যশোর যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টার দিকে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছনে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনা স্থলেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। আহত হয় আরও তিন বাসযাত্রী। আহত তিনজনকে উদ্ধার করে পুলিশ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।
এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মাগুরা মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
আরও পড়ুন: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই র্যাবসহ নিহত ৩
২ বছর আগে
আগস্টে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১৯
গেল আগস্ট মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত এবং ৯৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।
শনিবার (৩ সেপ্টেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
জাতীয় দৈনিক, অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে সংগঠনটি এই প্রতিবেদন তৈরি করেছে।
এ সময়ে ১১টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছে। ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে।
নিহতের মধ্যে নারী ৬৪, শিশু ৬৯। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭২ জন, যা মোট নিহতের ৩৩.১৪ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৯.৯৫ শতাংশ। দুর্ঘটনায় ১০৯ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২১ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৯৪ জন, অর্থাৎ ১৮.১১ শতাংশ।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৭২ জন চালক ও আরোহী, ২১ জন বাস যাত্রী, ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপ, ট্রলি, লরি আরোহী ৪৫ জন, মাইক্রোবাস, প্রাইভেট কার, জিপ যাত্রী ২৯ জন, থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা, অটোভ্যান, লেগুনা, হিউম্যান হলার) ১০১ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন, ভটভটি, মাহিন্দ্র, টমটম, ইটভাঙ্গার মেশিন গাড়ি) ২৩ জন এবং বাইসাইকেল, প্যাডেল রিকশা, প্যাডেল ভ্যান আরোহী ১৯ জন রয়েছে।
পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ নিহত ২
এতে বলা হয়, আগস্ট মাসে মোট দুর্ঘটনাগুলোর মধ্যে ১৮৭টি (৪০ দশমিক ৮২ শতাংশ ) জাতীয় মহাসড়কে, ১৫২টি (৩৩ দশমিক ১৮ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৭৯টি (১৭ দশমিক ২৪ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৩১টি (৭ দশমিক ৭৬ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৯টি অর্থাৎ এক দশমিক ৯৬ শতাংশ সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৭ দশমিক ৭২ শতাংশ, রাজশাহী বিভাগে ১৫ দশমিক ২৮ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১ দশমিক ৬১ শতাংশ, খুলনা বিভাগে ১০ দশমিক চার শতাংশ, বরিশাল বিভাগে চার দশমিক ৮০ শতাংশ, সিলেট বিভাগে চার দশমিক ১৪ শতাংশ, রংপুর বিভাগে আট দশমিক ৯৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে সাত দশমিক ৪২ শতাংশ দুর্ঘটনা ঘটেছে।
আরএসএফ সড়ক দুর্ঘটনার ক্রমবর্ধমান প্রবণতার পিছনে বেশ কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছে।
সেগুলোর মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ’র সক্ষমতার ঘাটতি ও গণপরিবহন খাতে চাঁদাবাজি।
আরএসএফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যার সমাধানের জন্য এবং সেগুলো ঠিক করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে।
পড়ুন: বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত
২ বছর আগে
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
বাগেরহাটের ফকিরহাটে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে নারীসহ দুজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মনির মল্লিক (২৪)।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিতে রিট
বাগেরহাটের মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ শেখ আবুল হাসান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি বাস উপজেলার পালেরহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে নারীসহ দুজন নিহত হন। এঘটনায় আহত ১০ জনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, নিহতদেরকে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত জবি শিক্ষার্থীর মৃত্যু
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন জানান,সড়কে দুর্ঘটনা রোধে বেশ কয়েকদিন ধরে সড়কে অভিযান চালানো হচ্ছে। চালকদের যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে রাখার জন্য পরামর্শ দেয়া পরেও চালকরা দ্রুত গতিতে যানবাহন চালাচ্ছে।
২ বছর আগে
নাটোরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, বাবা-মা আহত
নাটোরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে মোটরসাইকেলের আরোহী শিশু নিহত হয়েছেন। এই সময় নিহত শিশুর বাবা-মা আহন হন। শনিবার সকালে সদর উপজেলার কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহিমা ব্যবসায়ী ফারুক হোসেনের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। আহতরা হলেন- ফারুক হোসেন ও তার স্ত্রী দিলারা।
আরও পড়ুন: খুলনায় মোটরসাইকেল-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেরামত আলী জানান, সকালে ফারুক হোসেন তার স্ত্রী দিলারা ও মেয়ে ফাহিমাকে নিয়ে মোটরসাইকেলে করে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে নাটোর সদরের হয়বতপুরে তার বাড়ি যাচ্ছিলেন। পথে কালিকাপুর এলাকায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু ফাহিমাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে স্কুলছাত্র নিহত
২ বছর আগে
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
দিনাজপুরের খানসামায় ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন কুমার রায় নরেশ (৪০) নীলফামারীর কিশোরগঞ্জের বাজেডুমুরিয়া গ্রামের সুরেন্দ্রনাথ রায়ের ছেলে ।
আরও পড়ুন: পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২
স্থানীয়দের বরাতে খানসামা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাতুল ফেরদৌস জানান, নিহত চন্দন কুমার তার ভাইকে নিয়ে নীলফামারী থেকে দিনাজপুরে আসেন। বীরগঞ্জের ঝাড়বাড়ীতে গ্রামীণ ব্যাংকে কর্মরত সহোদর বিজয় কুমার রায়কে বাসায় রেখে ফেরার পথে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাজারে এলাকায় বিপরীত দিকে থেকে আসা ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।
আরও পড়ুন: শেরপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
এ ঘটনায় ট্রাক্টরসহ চালককে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
২ বছর আগে
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ সহোদরসহ নিহত ৩
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী দুই সহোদর ভাইসহ তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন।
নিহতরা হলেন, শরীয়তপুর জেলার গোসাইর হাট উপজেলার চর ভুঁইয়া গ্রামের নিয়ামুল হকের ছেলে সাদিকুল হক (২৯), উল্লাপাড়া উপজেলার প্রতাপ গ্রামের মৃত হারান খানের দুই ছেলে ওসমান গণী (৫৩) ও নূর ইসলাম (৪৫)।
আরও পড়ুন: এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮: যাত্রী কল্যাণ সমিতি
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক আলী জানান, বেসরকারি ‘বে’ সংস্থায় কর্মরত সাদিকুল হক উত্তরবঙ্গ থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে রবিবার ভোর পৌনে ৬টার দিকে ঝাঐল ওভার ব্রিজ কাছে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাদিকুলসহ প্রাইভেটকারের তিন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টায় সাদিকুল মারা যান।
এদিকে, সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, চান্দাইকোনা হাট থেকে গরু কিনে গরু ব্যবসায়ী দুই সহোদর ভাই ওসমান গণী ও নূর ইসলাম শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। পথে আমসড়া-উনুখাঁ আঞ্চলিক সড়কের সলঙ্গা থানার উত্তর কালিকাপুর এলাকায় শনিবার রাত ৮টার দিকে ভটভটি উল্টে খাদে পড়ে ওসমান আলী ঘটনাস্থলেই মারা যায়। এসময় নুর ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
আরও পড়ুন: নাটোরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে ভটভটি উদ্ধার করলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। নিহতদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি।
৩ বছর আগে
সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে পুলিশের এসআই নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্সের সামনে মহাসড়কে দুর্ঘটনায় রবিবার দুপুরে হাইওয়ে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হয়েছেন।
৪ বছর আগে
করোনার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬৮: যাত্রী কল্যাণ সমিতি
করোনা প্রতিরোধে গণপরিবহন বন্ধ থাকা অবস্থায়ও এবারের ঈদযাত্রায় দেশে ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত ও ২৮৩ জন আহত হয়েছেন।
৪ বছর আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত
সদর উপজেলার তেতুলিয়া এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্য নিহত এবং দুজন আহত হয়েছেন।
৪ বছর আগে