১৩২ বোতল
মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দ, নানি-নাতি গ্রেপ্তার
মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দসহ নানি-নাতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
পাচারের উদ্দেশ্যে নিজ বাড়িতে মাদক রাখার অভিযোগে শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মেহেরপুরে ১০০ বোতল ফেনসিডিল জব্দ, ইউপি চেয়ারম্যানের ভাইসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) এবং মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. লিজন মিয়া (১৯)। সম্পর্কে তারা নানি ও নাতি।
র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মনিরুজ্জামান বলেন, পাচারের উদ্দেশ্যে বাড়িতে ফেনসিডিলের চালান রয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে নানি ও নাতি পালনোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ঘর থেকে জব্দ করা হয় ১৩২ বোতল ফেনসিডিল। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি মনিরুজ্জামান।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ, যুবক গ্রেপ্তার
মেহেরপুরে ২০০ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৪
৪ মাস আগে
নেত্রকোনায় ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ, ব্যবসায়ী আটক
নেত্রকোনা পৌর শহরের বড়বাজার সিলভার পট্টি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এসময় মিঠুন চৌধুরী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। এসময় শহরের বড়বাজার ক্রোকারিজ মার্কেটের মিঠুন ইলেক্ট্রনিক্স থেকে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
আরও পড়ুন: বেনাপোলে ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে বিদেশি সিগারেট মদ জব্দ
আটক মিঠুন চৌধুরী পৌর সদরের বলাইনগুয়া এলাকার মনোরঞ্জর চৌধুরী ছেলে। তিনি বড়বাজার এলাকায় ইলেক্ট্রনিক্স-এর ব্যবসা করেন। এছাড়াও তিনি বিভিন্ন স্থানে গিয়ে ইলেক্ট্রনিক্স-এর মালামাল বিক্রি করেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে মিঠুন। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে আটক করা হয় মিঠুনকে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, মিঠুন চৌধুরী দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক দোকানের আড়ালে মাদক ব্যবসা করে যাচ্ছে। এই মাদক ব্যবসার সঙ্গে অর্থ জোগান দাতা কেউ আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বিদেশি মদ জব্দ, আটক ২
নাটোরে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ, আটক ৩
১ বছর আগে