র্যাব
যাত্রাবাড়ীতে নাশকতার মামলায় শ্রমিকদল নেতাসহ ৪ জন গ্রেপ্তার: র্যাব
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল ও যুবদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র ্যাব)।
শনিবার (১৯ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-১০।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঢাকা দক্ষিণ ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আলী আকবর (৪৪) ও ৬২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হাসান খান ( ৪০), শ্রমিক দলের সদস্য সচিব মো. শুক্কুর আলী (৫২), শ্রমিক দলের ৪৮ নং ওয়ার্ড শাখার আহ্বায়ক, শ্রমিক দলের ৬৩ নং ওয়ার্ড শাখার সভাপতি মো. আবু বকর (৫৭)।
আরও পড়ুন: নাশকতার অভিযোগে গত ২২ দিনে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
র ্যাব-১০ এর সহকারী পরিচালক (অপারেশনস) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় নাশকতার ষড়যন্ত্রে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা ও দানিয়াসহ আশপাশের এলাকায় গাড়ি ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের সহকারী পরিচালক।
আরও পড়ুন: হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজির বাসায় র্যাবের অভিযান
১ বছর আগে
নাটোরে মোবাইল ‘চোর চক্রের’ ২ সদস্য আটক
নাটোরের সিংড়া থেকে মোবাইল ‘চোর চক্রের’ দুই সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার তথ্য-প্রযুক্তির সহায়তায় খাগরবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন- হৃদয় খাঁ (২৪) ও রানা (২২)।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণালংকার জব্দ, আটক ১
নাটোর র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক সনজয় সরকার জানান, আটক যুবকদের কাছ থেকে চারটি চোরাই মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
আটকেরা বিভিন্ন অঞ্চল থেকে মোবাইল ফোন চুরি করে চোরাই মার্কেটে বিক্রি করত বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ট্রাক আটকে চাঁদা আদায়ের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
১ বছর আগে