দুই নারী
ঢাকা বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গ্রেপ্তাররা হলেন- সানিয়া আক্তার ও সালমা বেগম।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৪ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ২
শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক মিজানুর রহমান জানান, সোমবার (২ সেপ্টেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দর হয়ে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে।
দুই নারী যাত্রীর গতিবিধি সন্দেহের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ভ্যানিটি ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।
জব্দকৃত স্বর্ণের বারের ওজন জব্দ করা স্বর্ণের ওজন দুই দশমিক ৭৮৪ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৬৪ লাখ টাকা।
আটক নারীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণযুগ ফিরিয়ে আনতে পাটের তৈরি সোনালি ব্যাগ অবদান রাখবে: বস্ত্র ও পাট উপদেষ্টা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা-স্বর্ণালংকার, চলছে গণনা
৪ মাস আগে
মাদারীপুরে দুই নারীর ‘রহস্যজনক’ মৃত্যু
মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ সময় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুইজন।
শনিবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে জেলা পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লার বাসার চার তলায় এ ঘটনা ঘটে।
নিহত সাগরিকা শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে। তাৎক্ষণিকভাবে নিহত অন্য আরেকজনের পরিচয় জানা যায়নি। মারা যাওয়া দুইজন একে অপরের বান্ধবী ছিল।
আরও পড়ুন: মাদারীপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে এক নারীকে। এছাড়া অসুস্থ অবস্থায় সাগরিকার বান্ধবী, মা সাবিনা ইয়াসমিন ও মামাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। তবে,কি কারণে তাদের মৃত্যু হয়েছে, এখনও বিষয়টি জানা যায়নি।
অন্যদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে যে পহেলা অক্টোবর মা,মেয়ে ও মামা তিনজনে ওই বাসায় ভাড়া উঠেন। শনিবার রাতে তাদের বাসায় অপরিচিত আরও তিন থেকে চারজন নারী আসে। এ ঘটনার পরে সাগরিকা আহমেদের বাসায় আসা অপরিচিত নারীদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরির্দশন করেছেন।
তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: মাদারীপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১ বছর আগে