হিন্দু ধর্মাবলম্বী
দুর্গাপূজা ২০২৩: সুষ্ঠুভাবে উদযাপনে পুলিশ সদর দপ্তারের পরামর্শ
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়কে কিছু পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ফেসবুক, ইউটিউব ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে হিন্দু সম্প্রদায়কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার আশ্বাস আইজিপি’র
এদিকে পূজা আয়োজকদের বলা হয়েছে, নারী ও পুরুষ ভক্তদের জন্য পৃথক প্রবেশ পথ তৈরি করতে। সকলকে পূজামণ্ডপে ব্যাগ বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে স্থাপন করতে বলা হয়েছে।
বিসর্জনের দিনে পর্যাপ্ত আলো রাখা এবং সম্ভব হলে যেকোনো জরুরি প্রয়োজনে জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তার পূজার সময় আতশবাজি থেকে বিরত থাকতে বলেছে।
প্রতিমা বিসর্জনের জন্য নির্দিষ্ট রাস্তা ব্যবহার করতে এবং পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকদের উপস্থিতি নিশ্চিত করতেও বলা হয়েছে।
যে কোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি কন্ট্রোল রুম বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কন্ট্রোল রুমে ফোন করতে বলা হয়েছে।
কন্ট্রোল রুম নম্বরগুলো হলো-
০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ০১-৫৫১০২৬৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, ০২-৪৮৯৬৩১১৭ ও ০১৭৭৭৭২০০২৯
এছাড়া, যেকোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমও প্রস্তুত রয়েছে।
নম্বরগুলোর মধ্যে রয়েছে-
০২-২২৩৩৫৫৫৫৫৫ ও ০১৭১৩০৩১৮১-৮২১
আরও পড়ুন: এবছর বাগেরহাটে ৬৫২ মণ্ডপে দুর্গাপূজা আয়োজিত
বরিশালে দুর্গাপূজায় ৩৬টি পূজামণ্ডপ অধিক ঝুঁকিপূর্ণ: বিএমপি কমিশনার
১ বছর আগে