ছিনতাইয়
নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গণপিটুনি
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে চারজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার (২২ মার্চ) ভোরে উপজেলার গোগনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহাদাত বলেন, আমরা ভোরে জরুরি সেবা ৯৯৯ কল পেয়ে জানতে পারি, গোপনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে চার ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীরা। তাৎক্ষণিক আমরা আমাদের পুলিশ ফোর্স পাঠাই ঘটনাস্থলে। আমাদের পুলিশ অভিযুক্ত চার ব্যক্তিকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তারা আপাতত চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় জানার জন্য।
পুলিশের এই অফিসার আরও বলেন, হাসপাতালে পুলিশের আওতায় আছেন তারা। আমরা ঘটনার যাচাই করছি। মামলা প্রক্রিয়াধীন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গণপিটুনি, ৪ যুবক নিহত
হাটহাজারীতে গণপিটুনিতে যুবক নিহত
৮ মাস আগে
বেনাপোলে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ
যশোরের বেনাপোলে সজীব গাজী নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ অক্টোবর) দিবাগতরাতে খড়িডাঙ্গা গ্রামের ছোকর খালে সড়কের পাশে ধানখেত থেকে লাশটি উদ্ধার করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ
নিহত ইজিবাইকচালক বেনাপোল বন্দর থানার গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানায়, সজীব ইজিবাইক চালিয়ে সংসার চালান। রাত ১০-১১টার দিকে বাড়ি ফিরে আসেন। গত রাতে সজীব বাড়ি ফিরে আসনেনি। সকালে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, দূর্বৃত্তদের আটক ও ইজিবাইক উদ্ধারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর পাঠানো হবে।
আরও পড়ুন: মিতু হত্যা: বাবুলের জামিন আবেদন খারিজ
যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যার অভিযোগ
১ বছর আগে