বাংলা টিভি
বাংলা টিভির সাংবাদিককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
বাংলা টিভির স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলামকে লাঠি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামে এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে। বুধবার (১৮ অক্টোবর) ঘটনাটি ঘটে।
রসাংবাদিককে মারধরের ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি আটক
পুলিশের এ ধরনের আচরণে ঢাকা জেলা প্রেস ক্লাব, কেরানীগঞ্জ প্রেস ক্লাব, নবাবগঞ্জ ও দোহার প্রেস ক্লাবের সাংবাদিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। এ ছাড়া ওই পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন সাংবাদিকরা।
এদিকে এ ঘটনার জন্য অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে জানান, এরই মধ্যে ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত জাজিরা পুলিশ ফাঁড়ির এএসআই আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও জানান, বিভাগীয় তদন্ত করে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আহত সাংবাদিককে চিকিৎসার জন্য ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: জাবি ছাত্রাবাসে সাংবাদিককে মারধর
গণধর্ষণের সংবাদ প্রকাশ, কুমিল্লায় ২ সাংবাদিককে মারধর
১ বছর আগে