২২ অক্টোবর
সংসদ অধিবেশন বসছে ২২ অক্টোবর
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে। রবিবার (২২ অক্টোবর) বিকাল ৪টায় এ অধিবেশন শুরু হবে।
এর আগে ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন।
আরও পড়ুন: জরুরি ভিত্তিতে অবৈধ বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সুপারিশ সংসদীয় কমিটির
গত ১৪ সেপ্টেম্বর ৯টি অধিবেশনের পর চলতি সংসদের ২৪তম অধিবেশন স্থগিত করা হয়।
২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর ২০২৪ সালের ২৯ জানুয়ারি পাঁচ বছরের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী তাই মেয়াদ শেষ হওয়ার কারণে সংসদ ভেঙে দেওয়ার ক্ষেত্রে ২০২৪ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে পরবর্তী সাধারণ নির্বাচন করতে হবে।
আরও পড়ুন: জরুরি ভিত্তিতে অবৈধ বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সুপারিশ সংসদীয় কমিটির
কপ-২৮ এর আগেই জলবায়ু ক্ষয়ক্ষতি নিরূপণের সুপারিশ সংসদীয় কমিটির
১ বছর আগে