মিয়ানমার নাগরিক
কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা জব্দ, 'মিয়ানমার নাগরিক' আটক: বিজিবি
কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ এবং এ সময় মিয়ানমারের এক নাগরিককে আটকের দাবি করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক ব্যক্তির নাম মো. রফিক (৩২)।
বিজিবি-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন বলেন, ইয়াবার একটি বড় চালান ওই এলাকা দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল রাত সোয়া ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালানোর সময় ৪ জনকে সীমান্ত এলাকার জিরো লাইন অতিক্রম করতে দেখে।
তিনির আরও জানান, চ্যালেঞ্জের মুখে তিনজন 'চোরাকারবারি' ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে মো. রফিককে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র জব্দ, আটক ১: বিজিবি
সেপ্টেম্বরে বিজিবি ১৯২ কোটি টাকার মাদক জব্দ করেছে: বিজিবি
১ বছর আগে