পটুয়াখালী-১
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পটুয়াখালী সদর আসনের (পটুয়াখালী-১) সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আইনজীবী মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার শোকবার্তায় তিনি বলেন, শাহজাহান মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন।
শেখ হাসিনা বলেন, ‘তার মৃত্যুতে দল হারালো একজন দক্ষ রাজনীতিককে। আমি হারালাম একজন বিশ্বস্ত রাজনৈতিক সহযোদ্ধাকে।’
তিনি শাহজাহান মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া মারা গেছেন
মারা গেছেন এসকোয়্যার গ্রুপের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন
১ বছর আগে
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া মারা গেছেন
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিয়া মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
শাহজাহান মিয়ার ছেলে আইনজীবী তারিকুজ্জামান মনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে শোক পালন করছে বাংলাদেশ
উল্লেখ্য, বিকাল ৩টায় সংসদ ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
রবিবার (২২ অক্টোবর) পটুয়াখালীর রাসেল স্কয়ার বালুর মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে পটুয়াখালী পৌর কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: মারা গেছেন এসকোয়্যার গ্রুপের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন
১ বছর আগে