রক্ষা অভিযান
পাবনায় মা ইলিশ রক্ষা অভিযানে ২৪ জেলে আটক
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ মাছ শিকার করায় পাবনার নাজিরগঞ্জ ২৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮টি নৌকা, ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান নাজিরগঞ্জ নৌপুলিশ ইনচার্জ সাইদুর রহমান।
আরও পড়ুন: সুন্দরবনে অবৈধ ৫টি ট্রলার ও ৪টি নৌকাসহ ১০ জেলে আটক
আটকরা হলেন- সুজানগর উপজেলার বিটভিলা গ্রামের তোরাব আলী খাঁ, আল আমিন, আসাদ শেখ, বাবু শেখ, মালিফা গ্রামের নুরুল মোল্লা, হৃদয় হোসেন, বাবু শেখ, রাজবাড়ীর পাংশা শামিলপুর গ্রামের আলিম শেখ, একই এলাকার নায়েব আলী শেখ, রাজ্জাক বিশ্বাস, বাবুল হোসেন, পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার মিরাজ মন্ডল, মিরপুর এলাকার তমসের মন্ডল, ঢালারচর এলাকার আবেদ আলী সরদার, কুরবান মন্ডল, রাজবাড়ী সদরের তাজুল মন্ডল, বারাইপুরী এলাকার ওয়াজেদ মন্ডল, সুজানগরের ৪৩চর এলাকার আব্দুর রহমান শেখ, রাজবাড়ীর কালুখালী থানার হরিন বাড়িয়া চর এলাকার আফাজ শেখ, পাবনার আমিনপুরের চর কুছলা ডাঙ্গি এলাকার সবুজ ফকির, একই এলাকার মুন্নাফ মন্ডল, মনির হোসেন, রুহুল মন্ডল, কালিকাপুর এলাকার আছের উদ্দিন।
নাজিরগঞ্জ নৌপুলিশের ইনচার্জ সাইদুর রহমান বলেন, সুজানগরের রায়পুরে ও হাসামপুরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত ৮টি নৌকা, ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৮ ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩৫ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় হাইমচরে ২৭ জেলে আটক
১ বছর আগে